আশা-মৌলভীবাজার জেলার পক্ষ হতে জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর

November 28, 2024,

স্টাফ রিপোর্টার : বিশ্বের সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে সারা দেশব্যাপি প্রতি বছর কম্বল বিতরণ করে আসছে।

প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশব্যাপি কম্বল বিতরণ অব্যাহত আছে। এ বছর সারা দেশ ব্যাপী ১ কোটি ২ লক্ষ ৪০ হাজার টাকার ২৫ হাজার ৬‘শ পিস শীতবস্ত্র (কম্বল) বিতরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ২৮ নভেম্বর বৃহষ্পতিবার আশা-মৌলভীবাজার জেলার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের নিকট ১ লক্ষ ৬০ হাজার টাকার  ৪৪৯ পিস কম্বল হস্তান্তর করা হয়।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা-মৌলভীবাজার সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ আব্দুল আহাদ। আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার মোঃ আকছির মিয়া, মৌলভীবাজার সদর-১ ব্রাঞ্চের সিবিএম হিমাদ্রি শেখর বৈদ্য ও মৌলভীবাজার সদর-২ ব্রাঞ্চের বিএম মোঃ হেলাল উদ্দিন হায়দার সহ আরও অনেকে। শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে জেলা প্রশাসক স্বাগত জানান এবং আশা’র এধরনের সামাজিক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন। পাশাপাশি এ ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com