আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজনগরে সনাতন কমিউনিটির নেতৃবৃন্দের সাথে বিএনপির মতনিমিয়

October 9, 2024,

শংকর দুলাল দেব: মৌলভীবাজারের রাজনগরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন কমিউিনিটি নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ উৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে রাজনগর উপজেলা বিএনপি ৭ অক্টোবর সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভার আযোজন করে। আয়োজিত সভায় উপস্থিত হয়ে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বিএনপি নেতৃবৃন্দ সহ সকলকে ধন্যবাদ জানান এবং সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে রাজনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি আশিক মোশারফ। উপজেলা বিএনপি’র সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম বকুল এবং দপ্তর সম্পাদক রুপক চন্দ্র দেবের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি খেলু মিয়া, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান, উপজেলা বিএনপি’র সহ সভাপতি কবির মিয়া, সহ সভাপতি ছালিক আহমদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্বাস আলী, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দীগেন্দ্র চন্দ্র সরকার চঞ্চল, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেব, হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ^জিৎ দেব, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধূরী, সাংবাদিক শংকর দুলাল দেব, ডাঃ প্রেমতোষ দেব।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফজলুল হক নীরু, পূর্ণেন্দু দাস নীলকন্ঠ, বিএনপি নেতা রুহুল ইসলাম, রুমেল আকন্দ প্রমুখ।

মত বিনিময়কালে বক্তারা বলেন, এবার রাজনগরে মোট ১৩৭টি মণ্ডপে পূজা অনষ্ঠিত হবে। এর মধ্যে ৭৫টি সার্বজনীন এবং ৬২টি ব্যাক্তিগত। প্রতিটি মণ্ডপের পূজা উদযাপনকালে মণ্ডপগুলোর সার্বিক শৃংঙ্খলা রক্ষার্থে প্রশাসনের পাশাপাশি বিএনপি’র সকল স্তরের নেতা-কর্মী সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রাখবে। কোন দুস্কৃতকারী যাতে প্রতিকুল পরিস্থিতি সৃষ্ঠি করতে না পারে এক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীদেরও সক্রিয় দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com