আড়াই কোটি টাকার প্রকল্প বড়লেখায় ৭৬৩ পরিবাওে বিদ্যুৎ সংযোগ প্রদান

July 24, 2017,

আব্দুর রব॥ বড়লেখার ৭৬৩ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
২৩ জুলাই রাতে পৃথক অনুষ্ঠানে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির ঘোলসা মোকাম, পূর্ব গ্রামতলা, ঘোলসা নয়াচক, ডোগী, খদানগর ও বাউলের চক গ্রামের ৫২৫ পরিবার ও দাসেরবাজার ইউপির ধর্মদেহী গ্রামের ২৩৮ পরিবারের ঘরে এ সংযোগ দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান সাদেক ও ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিনের যৌথ সঞ্চালনায় ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদ্যুৎ প্রদানের সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আসিক উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আলতাফ হোসেন মাছুম প্রমুখ।
পূর্ব ঘোলসা সৈয়দা মোকাম মাদ্রাসা প্রাঙ্গণে ঘোলসা মোকাম, পূর্ব গ্রামতলা গ্রামের বিদ্যুতায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু। ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন জুনেদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খন্দকার আজিজুর রহমান পংকি, পল¬ী বিদ্যুতের এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা সামছুল ইসলাম পুতুল, সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, ইউনয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল দাস, এলাকার সমাজসেবক মাওলানা মাসুদুর রহমান, যুবলীগ নেতা মুরাদ আহমদ, আবুল কালাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক হাসনাত প্রমুখ।
ধর্মদেহী গ্রামের বিদ্যুতায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মুছব্বির আলী। শিক্ষক বাবুল আহমদ ও ছাত্রনেতা জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, মাহতাব উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, ময়নুল ইসলাম, আহমদ জুবায়ের লিটন, বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা যুবলীগ নেতা মুমিন আহমদ, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, শিক্ষক খলিলুর রহমান, মতিলাল বিশ্বাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com