ইউকে ওয়েলস আওয়ামীলীগের উদ্দোগে কার্ডিফে জেলহত্যা দিবস পালিত
আহমদ আলী॥ বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে জেলহত্যা দিবস পালন উপলক্ষে ৯ নভেম্বর রাত ১২ ঘটিকায় যুক্তরাজ্য আওয়ামীলীগ ওয়েলস শাখার উদ্দোগে জাতীয় চার নেতার স্মরণে এক আলোচনা সভা, দোয়ার মাহফিল ও শিন্নীর আয়োজন করা হয়।
ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মর্তুজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য. ও ওয়েলস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, নিউপোর্ট আওয়ামীলীগ সভাপতি শেখ তাহির উল্লাহ. সহ সভাপতি এস এ রহমান মধু. মাজেদুল হোসেন নুনু. আলহাজ্ব লিয়াকত আলী. মল্লিক মোসাদ্দেক আহমদ. ফারুক আহমদ. হারুন তালুকদার. জয়নাল উদ্দিন সিবুল. সেলিম আহমদ আব্দুল রউফ তালুকদার. আব্দুল ওয়াহিদ বাবুল. আব্দুল মোত্তালিব. রকিবুর রহমান. আলহাজ্ব এম এ রউফ. জামাল আহমদ বকুল. জুয়েল মিয়া. আব্দুল আজিজ মাখন. রবি খাঁন. আব্দুস সামাদ. কুতুব উদ্দিন. ও শাহীন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ.।। সভায় যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ মকিস মনসুর তার বক্তব্যে আজকের সভা আয়োজন করার জন্য আয়োজকদেরকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারের অন্তর্ভুক্ত হওয়ায় বাঙালী জাতির জন্য এই সীকৃতি বিশাল গৌরবের বলে অভিমত ব্যাক্ত করেন.। বক্তারা আরও বলেন স্বাধীন বাংলাদেশে বাঙ্গালী জাতির জীবনের এক কলঙ্কজনক অধ্যায় তিন নভেম্বরের ইতিহাস। যেদিন জেলের অভ্যন্তরে নৃশংসভাবে হত্যা করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতা সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও কামরুজ্জামানের মতো দেশপ্রেমিক প্রতিভাবান রাজনীতিবিদদের। সভার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন সহ এক মিনিট নিরবতা পালন সহ বাঙ্গালী জাতির জনক ও জাতীয় চার নেতা সহ সকল শহীদানদের জন্য দোয়া করা হয়।
মন্তব্য করুন