ইউকে কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নাজমুল সুমন॥ বৃটেনের কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে ওয়েলফেয়ার সেন্টারে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক আলেচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আব্দুল হান্নান শহিদুল্লাহ এর সভাপতিত্বে ও অনারারি সেক্রেটারি আসকর আলীর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডিরেক্টর ও ট্রাষ্টি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আহমদ. ডিরেক্টর ও ট্রেজারার কমিউনিটি লিডার কেরামত আলী. ডিরেক্টর শফিক মিয়া. ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার. ডিরেক্টর নজির উদ্দিন.ডিরেক্টর মুজিবুর রহমান. ডিরেক্টর ও ট্রাষ্টি রকিবুর রহমান.ও ডিরেক্টর মাহমুদ হোসাইন. সহ অনান্যা নেতৃবৃন্দ। বক্তারা অন্দোলনের প্রেক্ষাপট স্মরন করে বলেন, বাংলা আমার মা, বাংলা আমার ভাষা, একুশ আমাদের অহংকার, একুশ আমাদের আত্মপরিচয়, আমরা গর্বিত জাতি হিসাবে ইউনিস্কো কর্তৃক
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভের পর আজ সমগ্র দুনিয়া এই দিন পালন করে আসছে বলে উল্লেখ করে সকল ভাষা শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশের চেতনায় উদ্ভোদ্ধ হয়ে দেশের ও কমিউনিটির উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।
মন্তব্য করুন