ইউনাইটেড উচ্চ বিদ্যালয়,বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারতিা ও অনিয়মের অভিযোগ

August 26, 2024,

আব্দুর রব : বড়লেখা উপজেলার ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস রঞ্জন দাসের বিরুদ্ধে স্বেচ্ছাচারতিা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ তোলে তাকে অব্যাহতি প্রদানের দাবিতে রবিবার স্কুলের শিক্ষক-কর্মচারী, জনপ্রতিনিধি, অভিভাবক সদস্য ও শিক্ষার্থীরা ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে স্বাক্ষর প্রদানকারী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক সদস্য ও শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক শ্রীবাস রঞ্জন দাসের বিভিন্ন অনিয়ম-অরাজকতায় তারা সবাই জর্জরিত। এলাকার জনগণ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা তার এসব অনিয়মের মীমাংশা করার চেষ্টা করেন। কিন্তু প্রধান শিক্ষক কতিপয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে হাতে নিয়ে সবঘটনা ধামাচাপা দিয়ে যান। এতে বিদ্যালয়ের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। ২০১২ সালের দিকে প্রধান শিক্ষক একটি নারী কেলেঙ্কারীতে ধরা পড়েন। তার বিরুদ্ধে আদালতে মামলা হয়। দুই বছর পলাতক থেকেও রাজনৈতিক প্রভাবে তিনি চাকুরি বহাল থাকেন। এছাড়া প্রতিষ্ঠানের নামের জনতা ব্যাংকের চেকের পাতায় স্বাক্ষর জাল-জালিয়াতি করে সংশ্লিষ্ট ব্যাংক হতে মোটা অংকের অর্থ উত্তোলন করলে তৎকালীন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বাংলাদেশ ব্যাংক বরাবরে অভিযোগ দায়ের করেন। ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাইলেও অদ্যাবধি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিছুদিন পূর্বে বিদ্যালয়ের ৩ টি শূন্য পদের নিয়োগে অনিয়মের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেন। আবেদনকারী অন্যান্য প্রার্থীগণসহ এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে সুনির্দিষ্ট অভিযোগ দিলেও প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করেননি। বিদ্যালয়ের প্রতিটি নিয়োগে তিনি প্রকাশ্যে নিয়োগ বাণিজ্য চালিয়ে যান। সভাপতির যোগসাজসে টাকার বিনিময়ে কিছু দিন পূর্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলার মাঠে বীজ রোপনের জন্য ভাড়া দিয়ে দেন। অথচ, এলাকার কোন মানুষ তা জানে না। তিনি ছাত্র-ছাত্রীদের নিকট হতে অতিরিক্ত বেতন গ্রহণ, ইচ্ছামাফিক পরীক্ষা ফি আদায় এবং ছাত্র-ছাত্রীর রক্ত পরীক্ষার নামে অবৈধভাবে অর্থ সংগ্রহ করে পরীক্ষা না করেই টাকাগুলো আত্মসাৎ করেছেন। তার এসব অনিয়ম দুর্নীতির কারণে গত ২২ আগষ্ট ছাত্র-ছাত্রীরা তার পদত্যাগের দাবীতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। চরম উত্তেজনা দেখা দিলে সেনাবাহিনী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী এবং জনপ্রতিনিধি বাহার উদ্দিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

প্রধান শিক্ষক শ্রীবাস রঞ্জন দাস জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মামলা করা হয়। দুই বছর মামলা চালিয়ে নির্দোষ প্রমাণ হওয়ায় তিনি স্কুলে যথারীতি যোগদান করেন। ব্যক্তি আক্রোশ মিটাতে কিছু লোক তার বিরুদ্ধে এসব অভিযোগ দিচ্ছে। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম বলেন, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com