ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই-খয়েজ আহমদ
স্টাফ রিপোর্টার॥ অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে চাই। অবহেলীত আখাইলকুড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা নিয়ে কাজ করে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চাই। এমন প্রত্যাশা ও উদ্দ্যেশ্য নিয়েই জনগনের একজন নিবেদীত প্রান খাদিম হতে আমি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। নির্বাচনে এই ইউনিয়নের সম্মানিত জনগণ যদি আমাকে তাঁদের সেবক হিসেবে বেঁচে নেন। তবেই আমি তাদের দেওয়া এই সম্মানটুকুর প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজের মাধ্যমেই তাদের দেওয়া এই আমানতের প্রতিদান দিব ইনশাআল্লাহ।
নির্বাচনী প্রচারণা কালে উঠান বৈঠকের সময় উপস্থিত জনতা ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি এমন প্রতিশ্রুতি দেন। এসময় তিনি বলেন আপনাদের ভালোবাসায় আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন থেকে এই ইউনিয়ন কাঙ্খিত উন্নয়ন বঞ্চিত হয়ে অবহেলীত। আমি নির্বাচিত হলে আপনাদের সহযোগীতা নিয়ে জনগণের সেই কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের ন্যায্য অধিকার ও উন্নয়নের অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবেনা। আমরা আর অবহেলীত ও উন্নয়ন বঞ্চিত হয়ে থাকতে চাইনা। এই র্দূদশা থেকে আমরা বের হয়ে আসতে চাই। আপনাদের সহযোগীতা পেলে নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন রুপান্তরিত করব ইনশাআল্লাহ। আসন্ন ৪ঠা জুনের নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খয়েজ আহমদ তার নিজ নির্বাচনী এলাকায় (চশমা মার্কার সর্মথনে) প্রচার প্রচারণার শেষ পর্যায়ে এখন ব্যাপক নির্বাচনী গনসংযোগ ও উঠান বৈঠক চালাচ্ছেন। ভোটারদের সাড়াও পাচ্ছেন ব্যাপক। নির্বাচনী কাজে এখন চলছে তার রাত দিন প্রচার প্রচারণা। নির্বাচনী গনসংযোগ কালে তার সাথে তার নিজ গ্রামের লোকজন ছাড়াও ইউনিয়নের বিভিন্ন গ্রামের নানা শ্রেণী পেশা ও বয়সের সর্বস্তরের লোকজন, তার রাজনৈতিক সহকর্মী ও বন্ধুরা স্বত:স্ফুর্ত অংশ নিচ্ছেন। ইউনিয়নের গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তার প্রার্থীতার কথা জানিয়ে সালাম, আদাব পৌছাঁয়ে নির্বাচনে তার জন্য তাদের দোয়া ও আর্শিবাদ চাইছেন। করছেন উঠান বৈঠক। স্থানীয় হাটঁ বাজার ছাড়াও লোক সমাগমস্থল গুলোতেও চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সহযোগীতা চাইছেন। ভোটাররাও তাকে আশ্বস্ত করে তার উঠান বৈঠক ও গনসংযোগে সহযোগীতা করছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী খয়েজ আহমদ বলেন যে দিকেই যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ আমার জয়ের ব্যাপারী আমি শতভাগ আশাবাদী।
মন্তব্য করুন