ইউনিয়ন চেয়ারম্যানকে হুমকি দিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা : থানায় অভিযোগ দায়ের
হোসাইন আহমদ॥ রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মিলন বখতকে ফোনে হুমকি প্রদানের অভিযোগ এনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজেদুর রহমানের বিরুদ্ধে সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ২২ অক্টোবর অতি বৃষ্টিতে মনু নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে ৮নং মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত স্থানীয় মেম্বার ও শ্বাসমহল এলাকাবাসীকে নিয়ে বাঁধ আটকানোর চেষ্টা করেন এবং বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। অবগত করায় পরের দিন সোমবার রাজনগর উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা মোবাইল ফোনের মাধ্যমে চেয়ারম্যানকে হুমকি দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজেদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য উনাকে ফোন দিয়েছিলাম। উনার সাথে রাগান্তিত ভাবে কোন কথা বলা হয়নি।
এবিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক অভিযোগরে সত্যতা স্বীকার করে বলেন, উভয়ের সাথে কথা হয়েছে। হয়তো এটা সমাধানে যেতে পারে।
মন্তব্য করুন