ইউপি নির্বাচন উপলক্ষে কমলগঞ্জে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ আগামী ২৮ মে ৫ম ধাপে অনুষ্টেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ১৮ মে বুধবার বিকাল সোয়া ৪ উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্দিকারী চেয়ারম্যান প্রার্থী, রিটানিং অফিসার, বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান, রিটার্নিং অফিসার উপজেলা কৃষি অফিসার শামসুদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, চেয়ারম্যান প্রার্থী এনামুল হক শামীম, আহমেদুর রহমান, রফিকুল হক, গোলাম কিবরিয়া শফি, সফিকুল ইসলাম সুফি, ইফতেখার আহমেদ বদরুল, আবদাল হোসেন, আব্দুল মোহিত, আব্দুল মোতালিব তরফদার, শফিকুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, শাহীন মিয়া, আব্দুল হান্নান প্রমুখ।
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, এ জেলার অন্যান্য উপজেলার মত আগামী ২৮ মে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ। যে যেখানেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবেন সেখানেই আইন শৃঙ্গলা বাহিনি কঠোর হস্থে দমন করবেন। নির্বাচন সুষ্ঠ করার জন্য ব্যাপক আইন শৃঙ্গলা বাহিনি মোতায়ন থাকবে। তিনি বলেন, সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রত্যেক ভোট কেন্দ্রে সবাইকে সকর্ত অবস্থানে থাকতে হবে। নির্বাচনে কোনো প্রকার ভোট কারচুপির সুযোগ নেই। ইউপি নির্বাচনে সকল ধরনের নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে। ভোটারদের নিরাপত্তায় প্রত্যেক ভোট কেন্দ্রে প্রশাসনিক টহলের ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সুযোগ নেই।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৭ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় রয়েছেন। কমলগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৯৭০ জন। রিটার্নিং অফিসার ৫ জন, মোট ভোটকেন্দ্র ৯৪টি, মোট কক্ষ (বুথ) ৪২৫টি। মোট ভোটগ্রহণ কর্মকর্তা ১৩৬৯ জন।
মন্তব্য করুন