ইউপি নির্বাচন জুড়ীতে ৪৬ জনের মনোনয়ন জমা

December 1, 2022,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী ৩ জন হলেন- ফুলতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মরহুম ফয়াজ আলীর পুত্র আওয়ামীলীগ বিদ্রোহী আব্দুল আলীম, সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া এবং আওয়ামী লীগ দলীয় প্রার্থী, ফুলতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ মাসুক।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফুলতলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২২ মো: হাফিজুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন ফুলতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ মাসুক। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় শতশত নেতাকর্মীসহ মিছিল সহকারে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান।

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সহ-সভাপতি আব্দুন নূর চেয়ারম্যান, রনজিত কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কাঞ্চন চক্রবর্তী, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য ফুলতলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com