ইউপি নির্বাচন ২০১৬ শ্রীমঙ্গল আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পেলেন যারা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ৫ম ধাপে অনুষ্টিতব্য ইউপি নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর হাতে দরীয় মনোনয়ন হাতে তুলে স্থানীয় সাংসদ।
২৬ এপ্রিল মঙ্গলবার রাতে শহরের মিশন রোডস্থ স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপির বাসায় নৌকার প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র চেয়ারম্যান প্রার্থীর হাতে তুলে দেন। এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা হলেন, শ্রীমঙ্গল সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ভানু লাল রায়, মির্জাপুর ইউনিয়নে আবু সুফিয়ান চৌধুরী, ভুনবীর ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ, সিন্দুরখাঁন ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, কালাপুর ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, রাজঘাট ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান বিজয় বুনার্জী, আশীদ্রোন ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, কালিঘাট ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সাতগাঁও ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান রঘুনাথ দেব রিংকু।
এর আগে উপজেলার প্রতিটি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের একাধীক নেতা কর্মী মনোনয়নের জন্য আবেদন করেন। গত ১১ -১৪ এপ্রিল পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের জন্য স্বাক্ষাৎকার নেয়া হয়। মোট ছিলেন ৩৩ জন। অবশেষে এ উপজেলার নৌকার কান্ডারী হবার জন্য গত ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী নির্ধারন করেন।
মন্তব্য করুন