ইউপি নির্বাচন-২০১৬ (৫ম দফা) তিনটি কেন্দ্রে পূণ: নির্বাচনের দাবী কমলগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থীর

May 30, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি ॥ শনিবার ২৮ মে অনুষ্ঠিত ৫ম দফার ইউনিয়ন পরিষদে নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়নের তিনটি ভোট কেন্দ্রে পূণ নির্বাচনের দাবী জানিয়েছেন। সোমবার ৩০ মে দুপুরে শমশেরনগর ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেন।
আবেদনকারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (বিদ্রোহী আওয়ামীলীগ) আব্দুল গফুর বলেন, ভোটের দুই দিন আগ থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও তার নেতা কর্মীরা তার (গফুরের) মাঠকর্মীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি ভোটের দিন শমশেরনগর ইউনিয়নের ৭, ৮ও ৯ নং ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে। ভোট গ্রহনের শেষ পর্যায়ে এই তিনটি কেন্দ্র থেকে তার এজেন্টদের ৩০ মিনিটের জন্য বের করে দেওয়া হয়। তখন আওয়ামীলীগ প্রার্থীর নীল নক্সা অনুযায়ী ব্যালট পেপারে নৌকায় সিল মেরে বাক্স ভর্তি করেন। তাছাড়া শমমেরনগর চা বাগান পুর”ষ ও মহিলা কেন্দ্রে তার (গফুরের) দুইজন এজেন্টের ফলাফল বিবরণীতে স্বাক্ষর না নিয়ে ও এজেন্টদের কাছে এ দুটি কেন্দ্রের প্রাথমিক ফলাফল বিবরণী না দিয়ে প্রিসাইডিং অফিসার কেন্দ্র ত্যাগ করেন। তাই তিনি শমশেরনগর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে নতুন করে ভোট গ্রহনের দাবী জানান।
শমশেরনগর ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ চেয়ারম্যান প্রার্থীর আবেদন গ্রহনের সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com