ইউপি নির্বাচন-২০১৬ (৫ম দফা) কমলগঞ্জে ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য পদে ৪৯০ জনের মনোনয়ন পত্র দাখিল
প্রনীত রঞ্জন দেবনাথ॥ আগামী ২৮ মে ৫ম ধাপে অনুষ্টেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩ মে মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ৪৯০ জন প্রার্থী স্ব স্ব রিটার্ণিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৬২ জন ও মহিলা সদস্য পদে ৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের ৯ জন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ৩ জন, বিএনপির ধানের শীষ প্রতীকের ৯ জন, বিএনপির বিদ্রোহী ২ জন, জাতীয় পার্টির ৩ জন সহ ১৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
পঞ্চম ধাপে নির্বাচনে বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যাপক শোডাউনের মধ্যদিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও মঙ্গলবার আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১নং রহিমপুর ইউনিয়নে ইফতেখার আহমেদ বদরুল (আওয়ামীলীগ) ও সাজিম আহমেদ তরফদার (বিএনপি), ২নং পতনঊষার ইউনিয়নে ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু (আওয়ামীলীগ), অলি আহমদ খান (বিএনপি), জরিফ হোসেন জাহিদ (জাতীয় পার্টি), মাহমুদুর রহমান বাদশা (স্বতন্ত্র), বদরুজ্জামান চৌধুরী (স্বতন্ত্র), শেখ আসাদুজ্জামান চৌধুরী (স্বতন্ত্র) ও আজিজ চৌধুরী (স্বতন্ত্র), ৩নং মুন্সীবাজার ইউনিয়নে আব্দুল মোতালিব তরফদার (আওয়ামীলীগ), শফিকুর রহমান চৌধুরী (বিএনপি), মাজেদা কোরেশী (বিদ্রোহী আওয়ামীলীগ) ও রফিকুল হক (স্বতন্ত্র), ৪নং শমশেরনগর ইউনিয়নে জুয়েল আহমদ (আওয়ামীলীগ), আব্দুল মোহিত (বিএনপি),আব্দুল গফুর (বিদ্রোহী আওয়ামীলীগ), এনামুল হক শামীম (বিদ্রোহী বিএনপি), আহমদুর রহমান (বিদ্রোহী বিএনপি) ও মারুফ আহমদ (স্বতন্ত্র), ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নে আব্দুল হান্নান (আওয়ামীলীগ), গোলাম কিবরিয়া শফি (বিএনপি), আব্দুল আজিজ (জাপা), সফিকুল ইসলাম সফি (স্বতন্ত্র) ও রহিম হোসেন (স্বতন্ত্র), ৬নং আলীনগর ইউনিয়নে ফজলুল হক বাদশা (আওয়ামীলীগ), এডভোকেট আব্দুল আহাদ (বিএনপি), আব্দুস সালাম ( জাপা) ও শাহীন মিয়া (স্বতন্ত্র), ৭নং আদমপুর ইউনিয়নে সাব্বির আহমদ ভূঁইয়া (আওয়ামীলীগ),হাজির বক্স (বিদ্রোহী আওয়ামীলীগ), আবদাল হোসেন (বিএনপি), আনোয়ার হোসেন বাবু (স্বতন্ত্র) ও আব্দুল হাই (স্বতন্ত্র), ৮নং মাধবপুর ইউনিয়নে আসিদ আলী (আওয়ামীলীগ), এম এম হারুনুর রশীদ (বিএনপি), পুষ্প কুমার কানু (স্বতন্ত্র) ও কমলা বাবু সিংহ (স্বতন্ত্র), ৯নং ইসলামপুর ইউনিয়নে সুলেমান মিয়া (আওয়ামীলীগ), সুন্দর আলী (বিএনপি) ও আব্দুল হান্নান (স্বতন্ত্র)।
মন্তব্য করুন