ইউ কে বিডি টিভির চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

February 12, 2022,

খায়রুল আলম লিংকন॥ ইউ কে বিডি টিভির চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি লিডার সাংবাদিক মোহাম্মদ মকিস মনছুরআহমদ এর আশু রুগমুক্তি কামনা করে ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ইউ কে বিডি পরিবারের পক্ষ থেকে এক বিশেষ দোয়া মাহফিলঅনুষ্টিত হয়েছে।
ইউ কে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে, ফাইন্যান্স ডাইরেক্টর শাহ শাফির পরিচালনায় ওম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন এর ব্যবস্থাপনায় বিশেষ দোয়া পরিচালনা করেন কার্ডিফ শাহজালালমসজিদের খতিব মৌলানা ফয়জুর রহমান। দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক মকিস মনছুর এর বর্তমান শারিরীক অবস্থারখবর জানান উনার ভাই বদরুল মনসুর। দোয়া মাহফিল থেকে উনার দ্রুত আরোগ্য লাভের জন্য মহান রাব্বুল আল আমীন এরনিকট প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, অলডারমেন অব বৃষ্টল সিটি কাউন্সিল সুলতান খান, কাউন্সিলর জোৎস্না ইসলাম, ইউ কে বিডি টিভির উপদেষ্টা ব্যারিষ্টারমাসুদ চৌধুরী,মোহাম্মদ মুহিব,সাংবাদিক সৈয়দ সাদেক আহমদ, সাংবাদিক হারুনুর রশীদ,ইউ কে বিডি টিভির ডাইরেক্টর রাধাকান্ত ধর, ডাইরেক্টর আব্দুর রউফ তালুকদার, ডাইরেক্টর নাজমুল ইসলাম সুমন, ডাইরেক্টর শাহজাহান মিয়া, ডাইরেক্টর মৌলানামাহফুজ আহমদ, ডাইরেক্টর হেলেন ইসলাম, ডাইরেক্টর শাহনেওয়াজ চৌধুরী সুমন, ডাইরেক্টর সালাহ উদ্দীন সবুজ, সৈয়দ আবুসাঈদ আহমদ, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, বাদল আহমদ, সৈয়দ সায়েম আহমদ, ফয়ছল মনসুর, আব্দুল মালিক, মোস্তফা বাবলু, ইউ কে বিডি. কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন, আবুল কালাম মুমিন, প্রমুখ।
উল্লেখ্য যে, ৯ ফেব্রুয়ারি ইউ কে বিডি টিভির চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি লিডার সাংবাদিক মোহাম্মদ মকিস মনছুরআহমদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আগামী ২১ শে ফেব্রুয়ারী সোমবার উনার অপেন হার্ট সার্জারী হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি এক সংক্ষিপ্ত বার্তায় তার দীর্ঘ চলার পথের ভূলত্রুটির জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার পাশাপাশি মহাণ আল্লাহুরাব্বুল আলামিন যেনো তার হার্ট অপারেশন সাকসেসফুল করা সহ তাড়াতাড়ি সুস্থতা দান করেন এই জন্য সকলের নিকট দোয়াকরার অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com