ইএন গ্লোবাল এডুকেশন লি: এর ইফতার ফিস্ট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষস্থানীয় বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক বহুজাতিক প্রতিষ্ঠান ইএন গ্লোবাল এডুকেশন লি: মৌলভীবাজার শাখার ইফতার ফিস্ট ও শিক্ষাবিদ এবং সাংবাদিকবৃন্দের সাথে এক মতবিনিময় ও ইফতারের আয়োজন করে।
৫ মার্চ মৌলভীবাজার শহরের অভিজাত হোটেল রেস্ট ইন এ ইএন গ্লোবাল এডুকেশন লি: এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিনহাজুর রহমান আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমেদ, ইউসুফ গনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এন এম আলম, মৌলভীবাজার সরকারী কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাফি উদ্দিন, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক গিয়াস উদ্দিন, এশিয়ান টেলিভিশন এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার ২৪.কম এর সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান রাহেলসহ অন্যান্য মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়াও ইএন গ্লোবাল এডুকেশন লি: এর মৌলভীবাজার শাখার কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মতবিনিময় সভায় বক্তাগন দেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিতে ইএন গ্লোবাল এডুকেশন লি: এর ভূয়সী প্রশংসা করেন এবং আগামী ২৬শে এপ্রিল বিভিন্ন বিদেশী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে বেঙ্গল কনফারেন্স হলে অনুষ্ঠিতব্য এডুকেশন ফেয়ারের সফলতা কামনা করা হয়।
মন্তব্য করুন