ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মৌলভীবাজার উপকেন্দ্রের ঈদ পুনর্মিলনী অনুুষ্ঠিত

July 28, 2016,

স্টাফ রিপোর্টার॥ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), মৌলভীবাজার উপকেন্দ্রের ঈদ পুনর্মিলনী-২০১৬ এবং বিশেষ সাধারণ সভা অনুুষ্ঠিত হয়।
১৯ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মার্কেনটাইল ব্যাংক লিমিটেডের ডাইরেক্টর প্রকৌশলী মনসুরুজ্জামান।
মৌলভীবাজার উপকেন্দ্রের সম্পাদক ও মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহউল ইসলাম এর পরিচালনায়
সভায় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আহসানুর রহমান প্রমুখ।
সভার শুরুতেই উপস্থিত সকলের পরিচিতি শেষে সম্পাদক বেশ কিছুদিন পর সভা অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে তুলে ধরেন এবং কেন্দ্রের অর্থনৈতিক অবস্থা অবহিত করেন। সম্পাদক কেন্দ্র থেকে যে অনুদান পাওয়া গেছে তা সকলের সামনে উপস্থাপন সহ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও অন্যান্য খরচ উপস্থাপন করে সার্বিক বিষয়ে উন্মুক্ত আলোচনা আহ্বান করেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিল সদস্য সহ প্রায় সকল সদস্য উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিন্ধান্ত সমূহ সর্বসম্মতিক্রমে গ্রহীত হয়। আপাতত কেন্দ্র থেকে পাওয়া অর্থের মাধ্যমে বিভিন্ন খরচ নির্বাহের সিন্ধান্ত গৃহীত হয়। ২০১৫-১৭ মেয়াদের জন্য অনুমোদিত কমিটির ব্যাপারে জেলা প্রশাসক সহ জেলার অন্যান্য অফিসকে চিঠির মাধ্যমে জানানোর ব্যাপারে সিন্ধান্ত গৃহীত হয়। আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় প্রোগ্রাম যথাযথভাবে পালনের সিন্ধান্ত গ্রহীত হয়। প্রাতিষ্ঠানিক প্রোগ্রাম থাকার কারণে প্রোগ্রামে আইইবি মৌলভীবাজার উপকেন্দ্রের উপস্থিতির দায়িত্ব চেয়ারম্যানকে দেয়া হয় এবং সন্ধ্যা ৭ ঘটিকায় কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠানের সিন্ধান্ত গ্রহীত হয়। মৌলভীবাজার উপকেন্দ্রের জায়গা উপকেন্দ্রের নামে স্থানান্তরের ব্যাপারে সম্পাদক জায়গার তথ্য উপাত্ত সরবরাহ করবেন এবং চেয়ারম্যান ঢাকার সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নিবেন। মৌলভীবাজার জেলার প্রকৌশলীদের সকল অফিসে তাৎক্ষণিক ভিজিটের সিন্ধান্ত হয়। এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান উৎপল সামন্ত, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ চেয়ারম্যান ও সম্পাদকের সাথে যোগাযোগ করে কার্যকর ব্যবস্থা নিবেন। মৌলভীবাজার জেলার সকল প্রকৌশলীদের তথ্য সংগ্রহ করে ডাটাবেজ করার সিন্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com