ইতালিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

June 11, 2022,

বিকুল চক্রবর্তী, ইতালির, রোম থেকে॥ ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানান দিতে রোমের সেন্তসেললে পার্কে সাংবাদিক বিকুল চক্রবর্তী আয়োজন করেন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী।
ইতালি প্রবাসী অঞ্জন দেবনাথ এর সার্বিক সহযোগিতায় ও সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ হিতৈষী মতিলাল ভৌমিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইটালির নেতা মোঃ গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিব দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী নোবেল সাহা, তর”ণ সমাজসেবী অঞ্জন দেবনাথ, বিশিষ্ট সমাজ হিতৈষী ফজলুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জু শ্যাম, জয় সূত্রধর, রাজু রায়, জয়ন্ত সাহা, কৃষ্ণ দে ও মিথুন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মনি সাহা, আতশি সাহা অরফে গীতা, জলি দেবনাথ, শিউলি দাস, চৈতি সাহা, বৃষ্টি সাহা ও মনি শর্মাসহ প্রায় দুই শতাধিক বাঙালি অধিবাসী।
আয়োজক অঞ্জন দেবনাথ ও নোবেল সাহা জানান, ইতালিতে এই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। এটি প্রদর্শনীর ফলে ইতালিতে বসবাসরত এ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরেছে। মুক্তিযুদ্ধের তথ্য গবেষক বিকুল চক্রবর্তী জানান, ইতালিতে বসবাসরত বাঙ্গালীদের দেশপ্রেম দেখে আমি সত্যি গর্বিত। এখানে বসবাসরত বাঙালিরা তাদের পরিবার পরিজন সন্তান-সন্ততি নিয়ে এসে দীর্ঘক্ষণ মুক্তিযুদ্ধের প্রদর্শনী ঘুরে দেখেন।
এর আগে গত ৫ জুন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আরেকটি মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী করেন সাংবাদিক বিকুল চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com