ইমেজ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ কার্যক্রম শুরু
রাজনগর প্রতিনিধি॥ সিলেটের বিভিন্ন এলাকায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ইমেজ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
তারই অংশ হিসেবে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মহলাল গ্রামে এক প্রতিবন্ধী যুবককে চেয়ার প্রদানের মাধ্যমে বিভাগব্যাপী বিতরণ কার্যক্রম শুরু হয়।
শনিবার ২৭ মে ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমেজটেক্স লিমিটেড ঢাকার ম্যানেজিং ডিরেক্টর বেলাল আহমদ এবং জেনারেল সেক্রেটারী জান্নাতুল ফেরদৌস উপস্থিত থেকে প্রতিবন্ধী রাজুর অভিভাবক মো. গাফ্ফার মিয়ার হাতে চেয়ারটি হস্তান্তর করেন।
হস্তান্তর অনুষ্ঠান মহলাল গ্রামের বিশিষ্ট মুরব্বী সমাজসেবক সৈয়দ আনকার আলীর সভাপতিত্ব ও সাংবাদিক আহমদুর রহমান ইমরানের সঞ্চালনায় অতিথি ছিলেন সংবাদ সংস্থা রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি রুমা পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আওয়াল কালাম বেগ, প্রেসক্লাব সহ-সভাপতি শতবর্ষী রাজনগর পৌটিয়াস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শংকর দুলাল দেব, মহালাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, মাজু আহমদ, সমাজসেবক জুয়াইর আহমদ প্রমুখ। এছাড়াও গ্রামের বিভিন্ন বয়সী সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইমেজ ফাউন্ডেশনে কর্ণধার বেলাল আহমদ জানান, রাজধানী থেকে ইমেজ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হলেও শিকড়ের টানে সিলেটকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। সিলেট বিভাগে ২০২৩ সালের মধ্যে অর্ধশত হুইল চেয়ার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
মন্তব্য করুন