(ভিডিও সহ) ইলেকট্রনিক্স মিডিয়ায় টকশোর নামে বিচার বিভাগকে অপব্যাখ্যা না করার আহবায়ন- মৌলভীবাজারে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা
স্টাফ রিপোর্টার॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা বলেছেন, সম্প্রতি কিছু ইলেকট্রনিক্স মিডিয়ায় ও কিছু বুদ্ধিজীবি টকশোর নামে বিচার বিভাগকে নিয়ে ভুল অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি তাদেরকে বিচার বিভাগকে নিয়ে অপপ্রচার না করার আহবায়ন করেন। এ ছাড়াও ৭-৮ বছর ধরে বিনা কাজে বেতন নিচ্ছেন বিচারকরা, এটা একটি অপরাধ। এ কারনে দেশের আদালত গুলোতে ২ দশমিক ৭ মিলিয়ন মামলা বিচারাধীন রয়েছে।
তিনি ১ জানুয়ারী রোববার দূপুরে মৌলভীবাজার চীপ জডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে উপরের উল্লেখিত কথা বলেন।
জেলা ও দায়রা জজ মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আ হ ম মোস্তফা কামল এমপি। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা অইনজীবি সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী।
মৌলভীবাজার গনপূর্ত বিভাগের তত্তাবধানে ৪ তলা ভবনের নির্মান কাজে প্রায় ২৭ কোটি টাকা ব্যায় হয়েছে।
মন্তব্য করুন