ইসলামী ফাউন্ডেশনের উদ্যেগে মৌলভীবাজারে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত (ভিডিও সহ)
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ইমামদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ জুলাই দুপুরে মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ইমামদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রায় ৭ শত ইমাম অংশ গ্রহন করেন।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও মৌলভীবাজার ইসলামী ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা ইয়াহিয়া আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান,
পুলিশ সুপার শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, চেম্বার অব কমার্স এর সভাপতি কামাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের গভর্ণর মিছবাহুর রহমান চৌধুরী, পুলিশ সুপার শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নেছার আহমদ।
কর্মশালা শেষে মোনাজাত পরিচালনা করেন শাহ মোস্তফা (রা) দরগাহ মসজিদ এর ইমাম মৌলানা শামিম আহমদ।
এ সময় বক্তারা বলেন, ইসলামের সাথে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নাই। ধর্মের অপব্যাখ্যা করে ইসলামের নামধারী কিছু সন্ত্রাসী এই অপকর্ম করে ইসলাম ধর্মের ক্ষতি করছে। এদের থেকে সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে।
প্রত্যেক পাড়া-মহল্লায় ও ধর্মীয় প্রতিষ্ঠানে ইসলামের সঠিক বানী প্রচার করে অপব্যাখ্যাকারী জঙ্গিদের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বক্তারা।
মন্তব্য করুন