ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে শেখ এনাম এক উজ্জ্বল নক্ষত্র

April 2, 2023,

এহসান বিন মুজাহির॥ ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনাম এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে উর্দু নাশিদ শিল্পী হিসেবে দেশজুড়ে এখন এক নামে পরিচিত। দেশের আনাচে-কানাচে একের পর এক উর্দু নাশিদ গেয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি।

এ তরুণ নাশিদ শিল্পী ইসলামী সাংস্কৃতি অনুষ্ঠান, ওয়াজ-তাফসির মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ইসলামী সংস্কৃতির সুমহান আলো ছড়িয়ে দিচ্ছেন। মানুষ উপভোগ করছে ইসলামী সংস্কৃতির সুর ঝংকার। ইসলামী সংগিত পরিবেশনের মাধ্যমে অপসংস্কৃতির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। ইতোমধ্যে নিজের লেখা এবং সুরে হামদ, নাত, ইসলামী সংগীত এবং উর্দু নাশিদসহ সুস্থ ধারার গানে নিজের প্রতিভার সাক্ষর রাখছেন এই মাটিতে।

পাশাপাশি উর্দু নাশিদসহ বেশ কয়েকটি ইসলামী সংগীত গেয়ে দর্শকদের মন জয় করেছেন উদীয়মান এ শিল্পী। বিশেষ করে মন-প্রাণ উজাড় উর্দু নাশিদ গেয়ে পেয়েছেন তারকাখ্যাতি। একাধারে গায়কীতে মুগ্ধ দেশ বিদেশের মানুষ। নাশিদ প্রেমীরা প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন এনামের প্রতিটি নাশিদের। নাশিদ আর্টিস্ট শেখ এনাম ছোটবেলা থেকেই বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামী সংগিত গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করতেন।

তার গাওয়া ইসলামী সংগিত, হামদ ও নাত তন্ময় হয়ে উপভোগ করতেন দর্শক-শ্রোতারা। যেগুলো ইসলামী সঙ্গীতপ্রেমীদের মনে এখনো গেঁথে আছে। উর্দু নাশিদে দেশে জনপ্রিয় হয়ে ওঠা এই নাশিদ তারকার কণ্ঠে এবারের রমজানে রিলিজ হয়েছে বাংলায় ‘রোজার শিক্ষা’।

তার কণ্ঠে বাংলায় গাওয়া এ নাশিদটি সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। যার ভেতর থেকে বেরিয়েছে বহু কালজয়ী নাশিদ। দেশ বিদেশে তার ভক্তবৃন্দরা প্রতিটি গানেই মুগ্ধতার সাক্ষী।

সর্বত্র ব্যাপক স্বনামধন্য একজন শিল্পী যার গানে মুগ্ধতা ছড়ায় লাখো মানুষের অন্তরে। এর আগে (১২ মার্চ) বাংলায় ‘রওজা পাকের ঘ্রাণ’ শিরোনমে প্রথম একটি নাতে রাসুল গেয়েছিলেন। হৃদয়গলানো কথা ও সুরের নতুন এ রাসুলপ্রশস্তি শেখ এনামের দিলজোড়ানো গায়কী ও দরদি কণ্ঠে যেন আরও হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। ইতোমধ্যে কয়েক লাখ শ্রোতা গানটি শুনেছেন। সমাদৃত হচ্ছে বোদ্ধা সংগীতপ্রেমীদের কাছেও।

এ সংগিতের শিরোনামের প্রশস্তিগীতিটির কথা লিখেছিলেন গীতিকার মুহাম্মদ রাইহান। সুর বেঁধে দিয়েছিলেন দেশের আরেক জনপ্রিয় নাশিদ তারকা আহমদ আবদুল্লাহ। কারবালার ঘটনা নিয়ে রচিত শেখ এনামের কালজয়ী উর্দু নাশিদ ‘মুজে কুফা ওয়ালে’ দিয়ে শুরু। এর ধারাবাহিকতায় কাভার করেছেন ‘তু রাজে কুন ফাকান’, ‘ইশক কি রাঙ’, ‘এক রোজ মোমিনও, ‘ফাসেলোঁ কো তাকাল্লুফ’, ‘ওহ মেরে নাবী হ্যায়’সহ অসংখ্য নাশিদ গেয়ে দর্শক-শোতাদের কাছে জনপ্রিয় ইসলামী সংগিত শিল্পী হয়ে ওঠেছেন শেখ এনাম।

ভিডিও শেয়ারিং প্লটফর্মগুলোতে তাঁর গাওয়া প্রায় নাশিদেরই ভিউ কয়েক মিলিয়ন ক্রস করে। তন্মধ্যে ‘ইশক কি রঙ’ নাশিদটি ইউটিউব ও ফেসবুক প্রচারণায় ১ কোটিরও বেশি দর্শক ইতোমধ্যে শুনেছেন। তাঁর কাভারের কল্যাণে দুই বছরেরও বেশি সময় ধরে  দেশের ধর্মীয় সভা-সমাবেশ কিংবা যেকোনো ইভেন্ট আয়াজনে নাশিদটি জনপ্রিয় হয়ে আসছে নতুন আঙিকে।

চমৎকার গায়কী আর দিলজোড়ানো কণ্ঠ দিয়ে কেবল সাধারণ শ্রোতাদেরই মনজয় করেননি, আদৃত হচ্ছেন ধর্মীয় ঘরানার বোদ্ধা সমাজেও। দেশখ্যাত আলেম-উলামার স্নেহধন্য হয়েছেন নিজের গায়কীর কল্যাণে। বিশেষায়িত নাশীদ অনুষ্ঠান ছাড়াও দেশের বড় বড় মাহফিল-মঞ্চ এমনকি শীর্ষ আলেমদের বিশেষ মজলিশেও নাশিদের জন্য তাঁর ডাক পড়ে।

নাশিদ নিয়ে কাজ করার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে শেখ এনাম জানান-ছোটবেলা থেকে তিনি বিভিন্ন ওয়াজ মাহফিল, সভা-সমিতি ও ইসলামিক অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামী সংগিত পরিবেশন করতেন। এসব ইসলামী সংগিত শুনে সবাই উৎসাহিত করতেন। আর তার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল নাশি শিল্পী হওয়ার।

এ স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে কাজ শুরু করেছিলেন। তিনি বলেন, তৎকালীন জনপ্রিয় অনেক ইসলামী শিল্পীদের গান শুনে চেষ্টা করতাম তাদের মতো গাইতে। পড়ালেখার পাশাপাশি তখনও টুকটাক ইসলামী সংগিত গাইতাম এবং আমার সহপাঠীরা বড় ভাইয়েরা তাদের বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে আমাকে প্রায় নিয়ে যেতেন। অনেক প্রিয়জনেরা পেছন থেকে বিভিন্ন সময় আমাকে অনুপ্রেরণা ও পরামর্শ দিয়েছেন।

পরিবারসহ সবার সহযোগিতা পেয়েই এতদুর আসতে পেরেছি। নাশিদ শিল্পী এনাম যোগ করেনে, নাশিদ গেয়ে ভাইরাল হওয়ার জন্য নাশিদ করিনা;আমি একমাত্র আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি লাভের জন্যই নাশিদ করি। মনে করি ইসলামী সংগিত ইসলামী সাংস্কৃতিক বিপ্লবের একটি অংশ হিসেবে কাজ করে। মানুষ বিনোদনের নামে অশ্লীলতা উপভোগ করে এবং অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে যায়।

আমি আশাবাদী আগামী দিনে মুসলিম উম্মাহ অশ্লীল গান এবং অপসংস্কৃতি ছেড়ে ইসলামী সাংস্কৃতি এবং ইসলাম সমর্থিত আমাদের সুস্থ-সুন্দর বিনোদন গ্রহণ করবেন। ইসলামী সংস্কৃতি ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের কাছে এবং সমাজের রন্ধে রন্ধে-এটাই আমার প্রত্যাশা। শেখ এনামের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নাশিদ শিল্পী হওয়ার।

সেই লক্ষ্য সামনে রেখেই তিনি ইসলামি সংগিত ও উর্দু নাশিদ চর্চা শুরু করেছিলেন। দীর্ঘ-পথ পরিক্রমায় অসংখ্য নাশিদ গেয়ে নিজের নাশিদ ক্যারিয়ার উজ্জ্বল করেছেন জনপ্রিয় শিল্পী শেখ এনাম। নাশিদ তারকা শেখ এনাম ১৯৯৮ সালের ৬ মার্চ পবিত্র সৌদি আরবেরর মক্কা শহরে জন্মগ্রহণ করেন।

তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চিতলী গ্রামে। তাঁর পিতার নাম শেখ শাহাদত হাসান এবং মাতার নাম রাজিয়া আক্তার।

লেখক : সাংবাদিক, কলামিস্ট ও শিক্ষক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com