ঈদের আনন্দ নেই কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক-কর্মচারির পরিবারে

July 29, 2020,

এহসান বিন মুজাহির॥ করোনার এই সঙ্কটের সময়ে সব শ্রেণি পেশার মানুষই রয়েছেন আর্থিক সঙ্কটে। বিশেষ করে করোনায় বেশি সঙ্কটে রয়েছেন মানুষ গড়ার কারিগর আমাদের শিক্ষকসমাজ। আগামী ১ আগস্ট সারা দেশে পবিত্র ঈদুল আজহা। কিন্তু এবার ঈদের আনন্দ অন্য বছরের মতো দোলা দিচ্ছে না কিন্ডারগার্টেন স্কুল এর শিক্ষক-কর্মচারির পরিবারে। করোনার প্রাদুর্ভাবে দেশের কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারিরা কর্মহীন হয়ে চার মাস যাবত খুবই মানবেতর জীবন যাপন করছেন।

১৭ মার্চ থেকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ রয়েছে দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোও। এসব স্কুলে কর্মরত শিক্ষক-কর্মচারিরা বিগত ৪ মাস ধরে পুরোপুরি কর্মহীন। আয় উপার্জন বন্ধ থাকায় তাঁরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। পরিবার পরিজন নিয়ে পড়েছেন চরম বিপাকে। কিন্ডারগার্টেন স্কুল চলে মূলত শিক্ষার্থীদের টাকায়। সেই টাকায় শিক্ষক-কর্মচারির বেতন ও স্কুল ভবনের ভাড়াসহ যাবতীয় খরচ মেটানো হয়। কিন্তু করোনার কারণে স্কুল বন্ধ থাকায় দেশের চল্লিশ হাজার কিন্ডারগার্টেনের ছয় লাখ শিক্ষক-কর্মচারি খুবই মানবেতর জীবনযাপন করছেন।

গত এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত কিন্ডারগার্টেন স্কুল থেকে বেতন না পাওয়ায় নিদারুণ আর্থিক সঙ্কটের মধ্যে দিনাতিপাত করছেন শিক্ষক-কর্মচারিরা। বাসাবাড়িতে টিউশনি করে চলা শিক্ষকরাও পড়ানো বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম দুর্বিষহ অবস্থায় পড়েছেন। গত চার মাসে কোনো ইনকাম তারা পাননি। শিক্ষকরা একদিকে যেমন তাদের সঙ্কটের কথা কারো কাছে বলতে পারছেন না, অন্য দিকে পরিবার পরিজন নিয়ে বাড়ি ভাড়া ও সন্তানদের খরচাদি বহন করে সংসারের সামগ্রিক ব্যয় নির্বাহ করার সামর্থ্যও নেই তাদের।

আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষক কর্মচারিরা। ঘোর অমানিশা নেমে এসেছে শিক্ষক পরিবারে। করোনার এই দুর্যোগকালীন কেউ নেই লাখ লাখ শিক্ষক-কর্মচারির পাশে দাঁড়ানোর।

বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সরকারি বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষা ক্ষেত্রে আপরিসীম অবদান রাখছে। সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে দেশের কেজি স্কুলগুলো। সময়োপযোগী ও মানসম্মত শিক্ষার পাশাপাশি দেশের বেকার সমস্যা দূরীকরণে লাখ লাখ শিক্ষিক বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। দেশে চল্লিশ হাজার কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষক-কর্মচারি সংখ্যা ছয় লাখ এবং শিক্ষাগ্রহণ করছে এক কোটি শিক্ষার্থী।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত মাত্র ৬১৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কেজি স্কুল) সরকারি নিবন্ধনের জন্য প্রাথমিক অনুমোদন পেয়েছে। ২০১৫ সালে সর্বশেষ অধিদফতর দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর যে শুমারি করেছিল, সে অনুযায়ী সারা দেশে কিন্ডারগার্টেনের সংখ্যা ১৮ হাজার ৩১৮।

অন্যদিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার এর দেয়া তথ্য মতে দেশে চল্লিশ হাজার কেজি স্কুল রয়েছে। এর বাইরেও বিভিন্ন এনজিও পরিচালিত আরও কয়েক হাজার স্কুল রয়েছে।

১৯৬২ সালের রেজিস্ট্রেশন অব প্রাইভেট স্কুল অর্ডিন্যান্স অনুযায়ী, ২০১১ সালে সরকারি প্রথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা প্রণীত হয়। সরকার ২০১০ সাল থেকে এসব কিন্ডারগার্টেন স্কুলগুলোকে বিনামূল্যে পাঠ্যপুস্তকসহ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সুযোগ দিয়ে আসছে। দেশের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) সরকারি বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা জিপিএ-ফাইভ, ট্যালেন্টপুল বৃত্তিসহ কৃতিত্বপূর্ণ ফলাফলেও বিশেষ ভূমিকা রাখছে কিন্ডারগার্টেন স্কুল গুলো।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মেধাবী, কর্মঠ ও আত্মবিশ্বাসী শিক্ষকদের নিয়েস্বল্প বেতনে পাঠদান অব্যাহত রেখে চলেছে এসব প্রতিষ্ঠান। এসব স্কুলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত পাঠ্যবই পড়ানো হচ্ছে এবং সরকারের নির্দেশ মতো পরিচালিত।

শিক্ষা ক্ষেত্রে কিন্ডারগার্টেনগুলো স্ব উদ্যোগে প্রতিষ্ঠিত। এ সকল স্কুলগুলো শিক্ষা উদ্যোক্তারা প্রতিষ্ঠা না করতেন তাহলে সরকারকে আরো ২৫ থেকে ৩০ হাজার বিদ্যালয় স্থাপন করে প্রতি মাসে শিক্ষক বেতন বাবদ কোটি কোটি টাকা ব্যয় করতে হতো। সরকারের বিরাট রাজস্ব ব্যয় কমিয়ে দিয়েছি কেজি স্কুলগুলোর উদ্যোক্তারা।

দেশে কিন্ডারগার্টেন স্কুল যাত্রা শুরু করার পর এতবড় সংকটে আর কখনও পড়েনি। কেজি স্কুলগুলোর উদ্যোক্তারা স্কুল যাত্রা শুরুর পর থেকে কখনো সরকারের কাছে বেতন ভাতার জন্যও আবেদন করেনি। প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক মহাসংকটে পড়েছে কিন্ডারগার্টেনস্কুলো। এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাসিক বেতনের উপর নির্ভর করেই শিক্ষকদের বেতন ও বাড়িভাড়া পরিশোধ করতে হয়। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্বিসহ কষ্টে পড়ে গেছেন কিন্ডারগার্টেন শিক্ষক ও কর্মচারিরা। পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রধানমন্ত্রী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, তাতে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক কর্মচারীদের পরিবার-পরিজন নিয়ে আরও করুণ অবস্থায় দিনাতিপাত করতে বাধ্য হবে।

করোনার কারণে কর্মহীন হয়ে কেজি স্কুলের শিক্ষক ও কর্মচারীরা আজ ভয়ানক আর্থিক সংকটে পড়ে গেছেন। এসব স্কুল অলাভজনক প্রতিষ্ঠান। টিউশন ফি আদায় না হলে শিক্ষক-কর্মচারিদের বেতন পরিশোধ করা স্কুল উদ্যোক্তা ও প্রতিষ্ঠান প্রধানের পক্ষে দুরূহ ব্যাপার। এসব কিন্ডারগার্টেন স্কুল  আজ ভয়াবহ হুমকীর মুখে। আর্থিক সংকট কাটিয়ে উঠতে না পারলে দেশের প্রায় ৮০ভাগ বেসরকারি স্কুল বন্ধ হয়ে যাবার উপক্রম হবে এবং তাতে এক কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়বে। স্কুল খোলার পরও যে ছাত্রছাত্রীদের স্কুলে আসার কথা, খরচ বহন করার অপারগতার জন্য তারা হয়ত স্কুলে আসবে না। কারণ যেসব ছাত্রছাত্রী কিন্ডারগার্টেনগুলোতে পড়াশোনা করে তাদের অধিকাংশ অভিভাবক নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ আয়ের লোক। এ দুর্যোগের পরে তাদের অনেকে সংসার চালাতেই অক্ষম হয়ে পড়বে। শহরে বসবাসকারী অনেকে তাদের স্ত্রী ছেলে-মেয়েদের গ্রামে পাঠিয়ে দিবেন। সেক্ষেত্রে কিন্ডারগার্টেন স্কুলগুলো আরো বেশি সংকটে পড়ে যাবে এবং অনেক পরিচালক তাদের স্কুল স্থায়ীভাবে বন্ধ করে দিতে বাধ্য হবে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার কেজি স্কুল স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। রাজধানীসহ মফস্বলেও স্কুল উদ্যোক্তারা স্কুল বিক্রি করে দিতে চাচ্ছেন। রাস্তার মোড়ে, স্কুলের সামনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব স্কুল বিক্রির নোটিশ ঝুলছে। স্কুল ভাড়ার চাপ ও সংসার পরিচালনার চাপে মানসিকভাবে অনেক পরিচালক বিপর্যস্ত। বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মানসিক দুশ্চিান্তা ও জীবন জীবিকার চাহিদা মেটাতে না পেরে দুই জন শিক্ষকের অনাকাঙ্খিত মৃত্যু হয়েছে।

অভাবের তাড়নায় বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের বহু শিক্ষকরা পেশা বদলাচ্ছেন। কেউ বা ফল বিক্রি করছেন, কেউ বা মার্কার হোয়াইট বোর্ড ছেড়ে ছেনি হাতুড়ি হাতে নিচ্ছেন, কেউ বা অটো রিক্সা চালাচ্ছেন, কেউ বা চা-কফি বিক্রি করছেন, কেউ বা রাজমিস্ত্রিও জোগালির কাজ করছেন, কেউ বা নৌকা চালাচ্ছেন, কেউ বা ফার্মেসি, কেউ মুদি, কেউ বা কাপড়ের দোকানে চাকুির নিচ্ছেন। আবার অনেকেই ই কমার্সে তথা আনলাইন ব্যবসায়ও মনোযোগি হচ্ছেন। জীবন-জীবিকা ও সংসারের ব্যয়ভার মেটাতে নতুন পেশায় যুক্ত হওয়া ছাড়া শিক্ষককদের আর কি করার আছে! মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের এ দুর্দিনে কেউই পাশে নেই।

করোনা দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। সরকার প্রণোদনা ঘোষণা দিয়ে সেই টাকা যদি শুধুমাত্র পুঁজিপতিদের বড় শিল্প প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করা হয়, তাহলে মানুষ গড়ার কারিগর এসব শিক্ষকদের ভবিষ্যৎ কি হবে? আর শিক্ষকরা যদি নিঃস্ব হয়ে যান, স্বল্পপুজির এসব শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎই বা কী হবে? সম্মানিত শিক্ষকরা না পারছেন কারো কাছে হাত পাততে, না পারছেন খেয়ে পরে বাঁচতে।

করোনা দুর্যোগে সরকার বিভিন্ন শ্রেণি পেশাজীবি মানুষকে অনুদানসহ বিভিন্নভাবে সহায়তার হাত প্রসারিত করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী কৃষক, শ্রমজীবি, ইমাম-মুআজ্জিন, কওমি মাদরাসা, সাংস্কৃতি কর্মী, নন এমপিও শিক্ষক, কারিগরি ও মাদরাসা শিক্ষকদের সরকার আর্থিক প্রণোদনা দিয়েছেন। শুধু বাদ পড়েছে দেশের কিন্ডারগার্টেন স্কুল। অথচ কিন্ডারগার্টেন স্কুল আজ ধ্বংসের পথে। শিক্ষকরা মাসের পর মাস খুবই মানবেতর জীবন যাপন করছেন। কিন্ডারগার্টেন স্কুল টিকিয়ে রাখতে এবং শিক্ষককদের আর্থিক সংকটে গত এপ্রিল মাস থেকে কিন্ডারগার্টেন স্কুলগুলোর সকল সংগঠনই মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা ও সহজ শর্তে সরকারের কাছ থেকে ব্যাংক লোন চেয়েছে। এখন পর্যন্ত শিক্ষকদের কপালে কোনো অনুদান জুটেনি।

কিন্ডারগার্টেন শিক্ষকদের সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮) সহ বিভিন্ন কেজি স্কুলের সংগঠন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়সহ দেশের অনেক মন্ত্রী, এমপি ও জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর অনুদান চেয়ে স্মারকলিপি প্রদান করেছেন। গত ৭ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে করে কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ৫০০ কোটি টাকার অনুদান চেয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) । গত ৩ জুনএকই দিনে ৫৬টি জেলায় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। গত ৮ জুলাই আর্থিক প্রণোদনা ও সহজ শর্তে ব্যাংক লোনের দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। গত ৩ জুন ৫৬টি জেলায় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। গত ৮ জুলাই আর্থিক প্রণোদনা ও সহজ শর্তে ব্যাংক লোনের দাবিতে দেশব্যাপী শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এছাড়া অন্যান্য সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচি পালন করে।

সবার একই দাবি প্রধানমন্ত্রীর অনুদান ও সহজ শর্তে ব্যাংক লোন। প্রধানমন্ত্রীর দিকে সবাই চেয়ে আছেন। সকল শিক্ষক ও শিক্ষা উদ্যোক্তাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও দুর্ভোগে পড়া শিক্ষকদের পাশে দাঁড়াবেন। আর্থিক ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টে স্কুলগুলো এবং শিক্ষক-কর্মচারিদের নিয়ে সরকারের গুরুত্বের সাথে ভাবা আজ একান্ত দরকার। বর্তমান প্রেক্ষাপটে কিন্ডারগার্টেন স্কুল ও স্কুলের শিক্ষকদের টিকিয়ে রাখার স্বার্থে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহায়তার বিকল্প নেই।

লেখক : সাংবাদিক, কলামিস্ট ও প্রিন্সিপাল,শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, মৌলভীবাজার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com