ঈদ আনন্দে মাধবকু- না আসতে বন বিভাগের জরুরী বিজ্ঞপ্তি পর্যটনশিল্প ধংসের গভীর ষড়যন্ত্র চলছে
আবদুর রব॥ স্মরণকালের প্রথম দেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকু-ে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন না দুরের কিংবা কাছের সবধরনের প্রকৃতিপ্রেমী। এবার ঈদে মাধবকু- ইকোপার্কে সর্বসাধারণের প্রবেশ নিষেধ জানিয়ে ২৫ জুন রোববার জরুরী বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে বন বিভাগ। যদিও প্রতি ঈদে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে থাকে। দুর্যোগের অজুহাতে মাধবকু- জলপ্রপাতে যাতায়াত বন্ধ করে দেয়াকে স্থানীয় ব্যবসায়ীরা এখানকার পর্যটন শিল্প ধংসের গভীর ষড়যন্ত্র বলে অভিযোগ করেন।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মুনিরুল ইসলাম স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বন বিভাগের নিয়ন্ত্রনাধীন মাধবকু- ইকোপার্কের অভ্যন্তরীণ প্রধান সড়কটি দেবে গিয়ে অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে মাধবকু- ইকোপার্কে সর্ব সাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জরুরী মেরামত শেষে পুনরায় তা খুলে দেয়া হবে।
তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ বনবিভাগ গুরুত্ব দিলে এক দিনেই মেরামত কাজ সম্পন্ন করা যেত। ১৮ জুনের ভারি বর্ষণে রাস্তায় সামান্য ফাটল ও দেবে যাওয়ার ঘটনায় পর্যটকের যাতায়াত বন্ধ ঘোষণার প্রয়োজন ছিল না। এটি মাধবকু-ের প্রতি পর্যটকের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি ও এখানকার ব্যবসা বাণিজ্য ধংসের গভীর ষড়যন্ত্র।
মন্তব্য করুন