(ভিডিওসহ) উচ্চ আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেলেন মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোসাব্বির
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৩ প্রার্থিতা ফিরে পেলেন আব্দুল মোসাব্বির এর আগে যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেছিলেন। উচ্চ আদালতের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকে সিংহ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
মৌলভীবাজার প্রেসক্লাবে রোববার ২৪ ডিসেম্বর রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি জানান তিনি। এর ফলে এ আসনে মোসাব্বিরসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সংবাদ সম্মেলনে মোসাব্বির বলেন, নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের কারণে আমাকে নির্বাচনে পিছনে পড়তে হয়েছে। হাইকোর্টের আদেশের পরও তারা আমার অনেক সময় নষ্ট করেছে।
১৩ ডিসেম্বর হাইকোর্ট আমাকে বৈধ ঘোষণা করেছে। সে অনুযায়ী আমাকে প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়। কিন্তু তারা সেখানে বিলম্ব করে। এখন আমার হাতে সময় মাত্র পাঁচদিন আছে। এ সময়ে আমার তেমন কিছু করার নেই। তবে আমি বৈধ ছিলাম সেটা প্রমাণ করেছি।
মন্তব্য করুন