উজানে বৃষ্টিপাত হওয়ায় আবারও তিন উপজেলায় বন্যার পানি বৃদ্ধি : দীর্ঘস্থায়ী বন্যায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় আবারও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা কবলিত এলাকা ও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় কুশিয়ারা, ফানাই, আন ফানাই, কন্টিনালা ও জুড়ী নদী দিয়ে ঢল নেমে বন্যার পানি বাড়ছে। সৃষ্ট দীর্ঘস্থায়ী বন্যায় এসব এলাকার পানিবন্দি সাধারণ মানুষ এখন চরম ভোগান্তি পড়েছেন। বন্যার কারণে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের বাড়ি ফেরা অনেকটা অনিশ্চিত রয়েছে। সরকারি হিসেবে ২ লক্ষ ৬৫ হাজার মানুষ এখনও পানিবন্ধি রয়েছেন। দীঘদিন বাড়ি-ঘর পানির নীচে তলিয়ে থাকায় সেগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। দুর্গত এলাকায় স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে।
বুধবার বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ও ৬৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায়। এবারের ভয়াবহ বন্যায় পুলিশের পক্ষ থেকে বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন