(ভিডিওসহ) জামায়াত আমার চেয়ে ভালো বক্তৃতা দেয় বঙ্গ বন্ধুর উপর-নেছার আহমদ এমপি

March 7, 2021,

মোঃ আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেছেন, যে জামায়াতে ইসলামী ছিল সে আমার চেয়ে ভালো বক্তৃতা দেয় বঙ্গ বন্ধুর উপর। যদি সেটা তাদের মনের পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটা ওয়েলকাম জানাই। আর যদি ভেতরে ভেতরে অন্য কিছু থাকে, শুধু মুখেই এ কথা বলে জাতিকে বিভ্রান্তি করতে চায়, ভিতরে ভিতরে স্বরযন্ত্র করে তাদের গ্রহন করার কোন সুযোগ নেই। তাদের গতিবিধি লক্ষ্য লাখতে হবে আমাদের এবং আমরা ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত রোববার ৭ মার্চ বিকাল ৫টায় মৌলভীবাজার মডেল থানা প্রাঙ্গণে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষন উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে ও সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব’র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌরভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আজমল হোসেন ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিনুল হক’র স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, পৌর কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেছার আহমেদ আরও বলেন, আমরা চাই এই দেশ একটি উন্নত ডিজিটাল সোনার বাংলাদেশ হবে। সেই পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা সবাই সাধারণ মানুষ কিংবা জনপ্রতিনিধি, কিন্তু আমাদের মূল পরিচয় আমরা বাঙালী। আমাদের মুখে মনে কাজে এক থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি বলেন, ৭১ সালের ৭ মার্চ রেডিওতে কান পেতে অপেক্ষা করছিলাম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন শুনার জন্য, প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনই ছিল মহান মুক্তিযুদ্ধের ঘোষণা। এই ভাষনই মানুষকে যুদ্ধ শিখিয়েছিল। এ সময় তিনি জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো নির্দেশনার আলোকে দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশ এ কর্মসূচির আয়োজন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com