উপজেলা নির্বাচন ২০২৪ মৌলভীবাজার সদর : ২য় ধাপে মনোনয়নপত্র দাখিল করলেন ৮ জন প্রার্থী
স্টাফ রিপোর্টার॥ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার ২১ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন সহ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন। এ উপজেলায় আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, সদ্য পদত্যাগ করা মোস্তফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম তাজ।
ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দেন, তারা হলেন অমিত হাসান সাজু, আব্দুল অজিজ, আমীরুল হোসেন চৌধুরী, মো: তুষার আহমদ, সিতার আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী হিসেবে শাহিন রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার মৌললভীবাজার সদর মোঃ আব্দুস সালাম চৌধুরী জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২য় ধাপের মনোনয়নপত্র পত্র দাখিলের শেষ দিন ছিলো আজ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণ হবে ২১ মে।
মন্তব্য করুন