উপজেলা নির্বাচন ২০২৪ রাজনগর : ২য় ধাপে মনোনয়নপত্র দাখিল করলেন ১৩ জন প্রার্থী
আউয়াল কালাম বেগ॥ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার ২১ এপ্রিল রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা নিয়েছে নির্বাচন কমিশন। এ উপজেলায় আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন বর্তমান উপজেলা বর্তমান চেয়ারম্যান মোঃ শাহাজাহান খান (আওয়ামীলীগ), সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল (বাংলাদেশ খেলাফত মজলিস), সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমেদ অপু (আওয়ামীলীগ) ও কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজমুল হক সেলিম (আওয়ামীলীগ)।
ভাইস চেয়ারম্যান পদে মহিম দে মধু (আওয়ামিলীগ), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, জবলু তালুকদার জগলু (বিএনপি), আব্দুল হাকিম (বিএনপি) ও সঞ্জয় দেব নাথ (আওয়ামীলীগ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী (আওয়ামিলীগ), সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম (বিএনপি), সুমাইয়া সুমি ও লুৎফুল নাহার।
রাজনগর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এমদাদুল হক জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২য় ধাপের মনোনয়নপত্র পত্র দাখিলের শেষ দিন ছিলো আজ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণ হবে ২১ মে। রাজনগর উপজেলার ১ লাখ ৮৭ হাজার ৫ শত ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভাটার হলেন ৯৬ হাজার একশত ৪৯ জন ও মহিলার ভোটার ৯১ চারশত ৩ জন।
মন্তব্য করুন