উপাধ্যক্ষ আব্দুস শহীদ মন্ত্রী হওয়ার খবরে শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
এহসান বিন মুজাহির॥ মন্ত্রী হিসেবে শপথ নিতে মন্ত্রী পরিষদ বিভাগের ফোন পেয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এর টানা সাতবারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
বুধবার ১০ জানুয়ারা রাত ৯টায় একাধিক বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে মন্ত্রী হওয়ার খবরে আনন্দের হিলোল্ল বইছে নির্বাচনী এলাকায়। বুধবার রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় বিশাল আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনগুলো। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করতে দেখা গেছে আওয়ামীলীগের নেতাকর্মীদের।
প্রসঙ্গত, ইতিহাসে এবার প্রথম মন্ত্রিত্ব পেয়েছে মৌলভীবাজার-৪ আসন। ১৯৮৪ সালে মৌলভীবাজার জেলা হিসেবে ঘোষণার পর থেকে এ আসনটিতে কেউ মন্ত্রীত্ব পাননি। যদিও এ আসনে মৌলভীবাজার জেলা ঘোষণার পর থেকে কখনো নৌকা প্রতীক পরাজিত হয়নি। এমনকি নৌকা প্রতীকের সাথে অন্য প্রতীকের তীব্র প্রতিদ্বন্দ্বিতাও গড়ে ওঠেনি কোন নির্বাচনে। এ আসনের পূর্ববর্তী নির্বাচনগুলো পর্যালোচনায় দেখা যায় জেলা ঘোষণার পর মৌলভীবাজার-৪ আসনে ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ দ্বিতীয় বারের মতো এবং ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১২ জুন, ২০০১ সালের ১ অক্টোবর, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস শহীদ একটানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠাত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে ২ লক্ষ ১২ হাজার ৪৯১ টি ভোট পেয়ে টানা সাত বারের এমপি হওয়ার রেকর্ড গড়েছেন মোঃ আব্দুস শহীদ।
মন্তব্য করুন