উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ আওমীলীগ ডেনমার্ক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন
বিকুল চক্রবর্তী (ডেনমার্ক থেকে)॥ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওমীলীগ ডেনমার্ক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। ৬ জুন বাংলাদেশ সময় সোমবার সকালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনকে সামনে রেখে বিগত এক মাস ধরে ডেনমার্ক আওয়ামী লীগ তথা সর্ব ইউরোপ আওয়ামী লীগ পরিবার জুড়ে বিরাজ করছিল উৎসব আমেজ।
সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। অনুষ্ঠানে যোগ দেন ডেনমার্ক আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ছাড়াও লন্ডন, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া ও ফিনল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতারা।
বাংলাদেশ আওয়ামী লীগ ডেনমার্ক শাখার বিদায়ী সভাপতি মোহাম্মদ আলী লিংকন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগ সমন্বয় কমিটির প্রধান কে এম লোকমান হোসেন।
সম্মেলন উদ্বোধন করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সমন্বয় কমিটির সিনিয়র সদস্য আবদুল্লাহ হিল বাকী।
এ সময় বক্তব্য দেন ইতালি শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য মোঃ নুরুল আমিন লিপু, জার্মান আওয়ামীলীগের নেতা হাফিজুর রহমান আলম, ফিনল্যান্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা মাহবুবুর জামান আলিম, ফ্রান্স আওয়ামী লীগের নেতা ইকবাল মোহাম্মদ জাফর ও ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা শাহাব উদ্দিন ভূঁইয়া, জাহিদ চৌধুরী বাবু। এছাড়াও সম্মেলনে আরও অংশ নেন ডেনমার্কসহ ইউরোপের প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ। ছিলেন প্রায় ৩০ জনেরও বেশি প্রবাসী নারী নেত্রী।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ ঢাকা বিক্রমপুর এর সন্তান শহীদ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ চট্টগ্রাম সীতাকুণ্ডের ছেলে সামি দাস। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তাইফুর রহমান ভূঁইয়া।
মন্তব্য করুন