(ভিডিওসহ) মৌলভীবাজারে একই পরিবারে ৮ জন অজ্ঞান : মালামাল লুট
December 24, 2020,
ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের পাঁচঘরী বাড়িতে গ্রীল কেটে একটি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করেছে দূর্বৃত্তরা। একই গ্রামের ওই বাড়ির পাশের অপর একটি বাড়িতে রান্না ঘরে থাকা খাদ্যে বিষাক্ত দ্রব্য মিশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের ৮ সদস্য।
এলাকাবাসী ও দূর্ভোগগ্রস্থদের আত্মীয়স্বজনরা জানান ২৩ ডিসেম্বর বুধবার রাতে কয়েক ঘন্টা সময় ব্যবধানে এই দুটি দূর্ঘটনা ঘটে। তারা জানান দূর্লভপুর গ্রামের গাঁচঘরী বাড়ির মোহাম্মদ ইয়াহিয়ার ছেলে ইকরাম আহমদ এর বিয়ের অনুষ্ঠানে যোগদিতে পাশের বাড়ির মো: লুৎফুর রহমানের পরিবারের সদস্যরা নিজেদের ঘর তালাবদ্ধ করে বিয়ে বাড়িতে যান। সন্ধ্যার দিকে বাড়িতে এসে দেখতে পান শয়ন ঘরের পিছন দিকের জানালার গ্রীল কেটে কে বা কারা ঘরে থাকা ৩টি মুঠোফোন,নগদ দেড়লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক লুৎফুর রহমান জানান পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তার পরিবারের সদস্যরা ঘর তালাবদ্ধ করে গিয়েছিলেন।
অনুষ্ঠান থেকে দ্রুত ফিরে এসে দেখতে পান জানালার গ্রিল কেটে ঘরের মালামাল লুট করা হয়েছে। অপরদিকে তাদের পাশের বাড়ির মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার ইসলাম ফার্মেসী ও ঔষধঘর ফার্মেসীর সত্তাধিকারী মো: ফখরুল ইসলাম ও খয়রুল ইসলামের বাড়িতে কে বা কারা তাদের রান্না ঘরের খাবারের সাথে বিষাক্ত দ্রব্য মেশায়। রাতে ওই খাবার খেয়ে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অসুস্থ একজন সদস্য জানান ওই দিন রাত সাড়ে নয়টার দিকে তারা রাতের খাবার খাওয়ার পর রক্ত বমি ও মাথা ঘুরাতে থাকে। এমনকি দ্রুত কয়েকজন সদস্য অজ্ঞানও হয়ে পড়েন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদেরকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ওই পরিবারের গুরুতর অসুস্থরা হলেন রিক্তা বেগম, রাহেলা বেগম, সুলতানা বেগম, ফখরুল ইসলাম, খয়রুল ইসলাম, সোহান ইসলাম, নোহান ইসলাম, আফনান ইসলাম। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা জানান তাদের রান্না ঘরের জানালার পাশেই রান্না করা খাবার গুলি রাখা হয়।
তাদের ধারণা হয়ত অসৎ উদ্দেশ্য হাসিলে কোনো দুষ্টচক্র খাদ্যে বিষাক্ত দ্রব্য মিশ্রন করতে পারে। একই গ্রামের পাশাপাশি দু’টি বাড়িতে ঘটে যাওয়া দূর্ঘটনায় গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
২৪ ডিসেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান ঘটে যাওয়া দু’টি বিচ্ছিন্ন ঘটনা। ওই ঘটনার একটির সাথে অন্যটির সংশ্লিষ্টতা আছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছেনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অসুস্থদের রান্না ঘর থেকে ওই খাবার সংগ্রহ করে তা পরিক্ষা নিরিক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। খাদ্যে বিষক্রিয়া না কি ওই ঘটনার সাথে অন্যকোন কারণ জড়িত তা খোঁজে বের করা হবে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি। এনিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সর্তক থাকার পরামর্শ দেন তিনি।
মন্তব্য করুন