একদিনে অজগর, বেত আঁচড়া সাপ ও চিল পাখি উদ্ধার
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলে একদিনে পৃথক স্থান থেকে একটি অজগর সাপ, একটি বেত আঁচড়া সাপ ও দুইটি চিল পাখি উদ্ধার করে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সংগঠনের পরিচালক স্বপন দেব সজল জানান, শনিবার ২২ জুন দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রুপসপুরস্থ শহরের গিতাশ্রী বস্ত্র বিতানের সত্ত্বাধিকারীর বাড়ির ঠাকুর ঘর থেকে একটি বেত ‘আঁচড়া’ সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি জানান, আজ সকালে খবর পেয়েছি শহরের গীতাশ্রী বস্ত্র বিতানের মালিকের বাড়ির ঠাকুর ঘরে একটি সাপ প্রবেশ করেছে। সাপটিকে দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে আমাকে জানান। আমি দুপুরে পরিবেশকর্মী রাজদীপ দেব-কে সাথে নিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করি।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, পৃথক দুই এলাকা থেকে আরও তিনটি প্রাণী উদ্ধার করা হয়েছে। তিনি জানান স্থানীয়ের খবর পেয়ে শ্রীমঙ্গল শহরতলীর জেটি রোড থেকে একটি অজগর সাপ এবং সিন্দুরখান রোড থেকে দুইটি চিল পাখি উদ্ধার করে নিয়ে আসা হয়।রপরবর্তীতে অজগর সাপ ও চিল পাখিকে বনবিভাগ এর কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনার ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন আজ আমাদের কাছে অজগর সাপ, বেত আঁচড়া এবং চিল পাখি অক্ষত অবস্থায় হস্তান্তর করেছে। বিকেলেই লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।
মন্তব্য করুন