(ভিডিওসহ) একযোগে দেশের ১৬৭ টি চা বাগানে মজুরী বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু, বৃহত্তর আন্দোলনের ঘোষণা

August 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ৯২টি চা বাগানসহ দেশের ১৬৭টি চা বাগানে মজুরী বৃদ্ধির দাবিতে একযোগে দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন, প্রতিবাদসভা ও মানব বন্ধন শুরু হয়েছে। ৩শ টাকা মজুরীর দাবিতে তাদের এ আন্দোলন শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এর্কসূচী পালন করা হয়। আগামী ৩দিন তারা এমনিভাবে দুই ঘন্টা কর্মবিরতি পালন করবে। এরমধ্যে তাদের দাবী মানা না হলে তারা পূর্ণদিবসসহ সড়ক অবরোধ করার পরিকল্পনা রয়েছে। যদি এর মধ্যে বেতন বৃদ্ধি কর্তৃপক্ষ মেনে নেয় তবে আন্দোলন প্রত্যাহার করা হবে।
বক্তারা বলেন প্রতিবছর মজুরী বৃদ্ধির কথা থাকলেও দীর্ঘ ১৯ মাস চলে গেলেও তাদের মজুরী বৃদ্ধি হচ্ছেনা। তারা বলেন সবকিছুর দাম বেড়েছে শুধু তাদের মজুরী বাড়েনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com