(ভিডিওসহ) একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
ইমাদ উদ দীন॥ মৌলভীবাজারের একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজারের উদ্যোগে প্রায় চারশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিরতণ করা হয়েছে।
২৯ মে মঙ্গলবার দুপুরে ইউনিয়নের কচুয়াস্থ মনসুর পীরের বাড়িতে দেশে-বিদেশের ৫৫ জনের অর্থায়নে প্রায় ছয় লক্ষ টাকার মূল্যের ইফতার ও সেহরী খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক এম মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু। বিশেষ অতিথি ছিলেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মো: আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম। বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি কমিউনিটিউ নেতা মোহাম্মদ মকিস মনসুর।
বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সল মনসুর, শামীম আহমদ, নজরুল ইসলাম, শেখ বোরহান উদ্দিন র. ইসলামি সোসাইটি’র নাফিজ ইমতিয়াজ চৌধুরী, এম এ সামাদ, সোহান হোসাইন হেলাল, ওয়াসিম আহমেদ নিশান, মিজানুর রাহমান রাসেল, এম. জুনেদ আহমদ, জোবায়ের আহমদ জুবেল, ওমর ফারুক নাঈম, রুমন আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম আহমদ, শাহজাহান আহমদ, মো: নজরুল ইসলাম, ইমন আহমদ, গিয়াস আহমদ, আবুল আহমদ, শাহাদ আহমদ, নেছার আহমদ, আব্দুল আলিম সহ প্রমুখ নেতৃবৃন্দ প্রমুখ।এবছর রামাদানে খাদ্য সামগ্রী বিতরনের যে ৫৫ জন মহত সহযোগিতা করেছেন তারা হলেন নুরুল ইসলাম মাহবুব, আব্দুল লতিফ কয়সর, মোহাম্মদ মকিস মনসুর আহমদ, মোহাম্মদ বশির খাঁন. রহিম মিয়া. সাইফুল জব্বার. মোছাব্বির করিম সাব্বির. আলহাজ্ব মাসুক মিয়া. শেখ শাহ্জাহান তরফদার. গোলাম আবু সালেহ সুয়েব. আব্দুর রউফ তালুকদার. শেখ এম এ সালামত. মোহাম্মদ তাজ কামাল. বাপু মিয়া. এ বি রুনেল. সাচ্চু মিয়া. নাহেদ আহমদ. সাদিকুর রহমান. হেলেন ইসলাম.জয়নাল আবদীন লেখন. সিপার মিয়া. বকশী মামুন রহমান. কামরুজ্জামান খাঁন. আসরাফ রহমান. এমদাদ তরফদার. সফিক মিয়া. মুহিবুর রহমান. শাহীন মিয়া. আতাউর রহমান সেলিম. সাজ্জাদুর রহমান. মামুন আহমদ. হান্নান মিয়া আফজল ইউসুফ. সেলিম আহমদ. আহমেদুর রহমান. অপু আহমদ. টিপু সুলতান চৌধুরী. সৈয়দ জিলাদ আহমদ.মুহিদ মিয়া. নিয়াজ আহমদ লিটন.ফয়সল আহমদ.লুবান মিয়া. খালেদ আহমদ. ইনাম ফারুক. আমজাদ সানি. নুরুল আলম চুনু. জালাল উদ্দিন. সাইফুল ইসলাম নজরুল. শেখ সুমন তরফদার. নাজমুল হক.পারভেজ আহমদ. আব্দুর রাসিদ করিম. মোহাম্মদ জাকারিয়া. বখতিয়ার মিয়া.ও আজিজ উদ্দিন। উল্লেখ্য ১৯৯৫ সালের প্রতিষ্ঠার পর থেকে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের অনুদানে প্রতিবছর ইউনিয়নের প্রতিটি স্কুল নিয়ে মেধা যাছাই প্রতিযোগীতাসহ ইউনিয়নের উন্নয়নে ও সমাজসেবামূলক কাজে বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তাবায়ন করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
মন্তব্য করুন