একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ লক্ষ টাকা ব্যয়ে কম্পিউটার প্রশিক্ষণ ভবনের উদ্বোধন

November 9, 2016,

স্টাফ রিপোর্টার॥ ‘জ্ঞান অর্জন করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারার মধ্যেই রয়েছে সার্থকতা। জ্ঞান অর্জন করে মানুষের অকল্যাণ করে যারা, তারা সমাজে কলংকিত হয়েছে থাকে চিরজীবন।’
৮ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার সদরের একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত কম্পিউটার প্রশিক্ষণ ভবনের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৬নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিওর সহ সভাপতি মোঃ ফিরোজ ও সদর আওয়ামীলীগের সেক্রেটারি আনকার আহমদ। জেলা কৃষকলীগ আহবায়ক জমসেদ আহমদ, এছাড়াও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

14980568_898633833570120_72 অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো অনলাইন টেলিভিশন চ্যানেল এইচ টোয়েনন্টিফোর ডট টিভি। এরকম সকল প্রকার কল্যাণকর কাজের প্রচারে চ্যানেল এইচ ২৪ ডটকম সদা তৎপর থাকে। উল্লেখ্য, নতুন ঐ ভবনের দাতা হিসেবে যাবতীয় খরচ বহন করেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আলহাজ্ব ফজির খান এন্ড সন্স। সুদুর প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যানে কাজ করে যাওয়ার জন্য খান পরিবারকে প্রশংসার দাবীদার বলে মনে করেন এলাকার জনগন। অনুষ্ঠান শেষে মাননীয় এমপি সৈয়দা সায়রা মহসীন ভবন দাতা ফজির খান এন্ড সন্স এর ভুয়শী প্রশংসা করেন এবং সমাজের বৃত্তশালীদের এ ধরনের কাজে এগিয়ে আসার আহবান জানান।অনুষ্ঠান পরিচালনা করেন ৫ নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম ( ইমন)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com