একাদশ জাতীয় সংসদ নির্বাচন কমলগঞ্জে বিএনপির নেতাসহ গ্রেফতার-২, বিএনপির নির্বাচনী কার্যালয়ের ব্যানার, পর্দা কেটে ফেলার অভিযোগ
প্রনীত রঞ্জন দেবনাথ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের কমলগঞ্জে এক ব্যবসায়ী নেতা ও এক বিএনপির সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ২২ ডিসেম্বর রাতে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার থেকে ভানুগাছ পৌর বণিক কল্যাণ সমিতি সহ-সভাপতি মামুন-অর-রশীদ (৪৫) ও শমশেরনগর রেলওয়ে স্টেশন থেকে ইউনিয়ন বিএনপির সদস্য লেবু মিয়া (৫০)-কে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় বিএনপির নির্বাচনী কার্যালয়ের ব্যানার ও পাশের পর্দা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
মৌলভীবাজার-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, শনিবার সন্ধ্যা রাতে শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ইউনিয়ন বিএনপির সদস্যকে পুলিশ গ্রেফতার করে। একই রাতে ভানুগাছ বাজার থেকে কমলগঞ্জ পৌর বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মামুন-অর-রশীদকে পুলিশ গ্রেফতার করেছে। তাছাড়া শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মছব্বির মিয়াকে শ্রীমঙ্গল থানার পুলিশ গ্রেফতার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কমলগঞ্জ পৌর বণিক কল্যাণ সমিতির এক সদস্য বলেন, মামুন-অর-রশীদ আগে জামায়াতের সমর্থক থাকলেও বিগত ২০ বছর ধরে তিনি কোন রাজনীতির সাথে যুক্ত নন। তবে এ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হাজী মুজিবের একজন সমর্থক ছিলেন বলেই পুলিশ তাকে গ্রেফতার করেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান শনিবার রাতে ভানুগাছ ও শমশেরনগর থেকে এক ব্যবসায়ী নেতা ও বিএনপির এক সদস্যকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তবে কোন মামলায় তাদের গ্রেফতার হয়েছেন কিনা এ সম্পর্কে কোন কথা বলেননি।
এদিকে কমলগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আহমেদুর রহমান মুঠোফোনে বলেন, গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা সবাই গা ঢাকা দেওয়ায় শনিবার রাতে একদল দুর্বৃত্ত শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে এসে ব্যানার ও পাশের পর্দা কেটে ফেলেছে। বেশীর ভাগ নেতাকর্মী পলাতক থাকায় এ ঘটনায় থানায় কোন অভিযোগও করা হয়নি বলে তিনি জানান।
মন্তব্য করুন