একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা কায়েছ করছেন চাকরি, পুলিশের খাতায় পলাতক!

December 17, 2024,

এহসান বিন মুজাহির : বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (রাবার বিভাগ), সিলেট জোনের আওতাধীন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রাবার বাগানের অস্থায়ী মাঠকর্মী পদে কর্মরত শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. খছরুল আহমেদ (কায়েছ) শ্রীমঙ্গল থানার একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তথাপিও তিনি এখনো বাগানে নিজ দায়িত্ব পালন করছেন, নিচ্ছেন বেতনও এমন দাবি করেছেন বাগানের ব্যবস্থাপক (চ. দা.) শাহ্ মো. শাকিল এবং এসিসট্যান্ড ফিল্ড সুপারেনডেন্ট মিজানুর রহমান। অপরদিকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানিয়েছেন কায়েছকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। সে পলাতক।

জানা যায়, উপজেলার সিন্দুরখাঁন এলাকার বাসিন্দা মো. সুজন মিয়ার ছেলে খছরুল আহমেদ (কায়েছ)। ২০১৭ সালে জেলা ছাত্রলীগ কর্তৃক ঘোষিত শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কায়েছ পরবর্তীকালে ইউনিট সভাপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এরপর থেকে দলীয় সকল কর্মসূচিতে তার ছিল সরব উপস্থিতি ছিল। এরইমধ্যে তিনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন রাবার বিভাগ সিলেট জোনের আওতাধীন সাতগাঁও রাবার বাগানে অস্থায়ী মাঠকর্মী হিসেবে নিয়োগ পান। তার আপন চাচা ছালেহ আহম্মদ রেনু ওই বাগানের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের একাধিক বারের সভাপতি। চাচার সহযোগিতায় ও সরকারি দলের ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকায় সে প্রভাবে বাগানে কাজ না করেই নিয়মিত বেতন উত্তোলন করতেন কায়েছ। চলতি বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে তিনি ছাত্রজনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান গ্রহণ করেন কায়েছ।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে মৌলভীবাজার আদালত ও শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। পুলিশের খাতায় সে পলাতক। এ ব্যাপারে বক্তব্য জানতে কায়েছের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

 

সাতগাঁও রাবার বাগানের এসিসট্যান্ড ফিল্ড সুপারেনডেন্ট মিজানুর রহমান বলেন, ‘আমাদের বাগানের অস্থায়ী মাঠকর্মী মো. খছরুল আহমেদ (কায়েছ)। তিনি নিয়মিত বাগানে ডিউটি করছেন। তবে ডিসেম্বর মাসে কিছুদিন বাগানে আসেননি। অস্থায়ীদের সিস্টেম হলো যেদিন কাজে আসবেন, সেদিনের বেতন পাবেন। কাজে না আসলে বেতন নেই। ১৫ ডিসেম্বরও তিনি ডিউটিতে এসেছিলেন। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা আমাদের জানা নেই।’

সাতগাঁও রাবার বাগানের ব্যবস্থাপক (চ. দা.) শাহ্ মো. শাকিল বলেন, ‘আমাদের অস্থায়ী মাঠকর্মী কায়ছের বিরুদ্ধে কোন মামলা রয়েছে কিনা তা জানি না। সে কাজে আসে এবং বেতনও গ্রহণ করছে। এখন জানলাম তার বিরুদ্ধে মামলার কথা। আমি খোঁজ নেব।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কায়েছের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com