একুশের ১৫ দিন ব্যাপী রজত জয়ন্তী উৎসবের ১০ম দিনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

April 22, 2025,

বিকুল চক্রবর্তী : একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারে একুশের ১৫ দিন ব্যাপী রজত জয়ন্তী উৎসব এর ১০ম দিনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে সহজে পড়া আয়ত্ব রাখার কৌশল সম্বলিত বই বিতরণ অনুষ্ঠান। শিক্ষার্থীরা যাতে সহজে পড়া আয়ত্ব করতে পারে তাই মৌলভীবাজারের অবসর প্রাপ্ত শিক্ষিকা একুশে দর্শক ফোরাম মৌলভীাজার এর সদস্য অঞ্জনা ঘোষ “ছন্দে সুরে সুত্রে শিখা নামে একটি বই লিখেছেন। একুশের ১৫ দিন ব্যাপী রজত জয়ন্তী উৎসব এর ১০ম দিনে শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী ও সকল শিক্ষকদের মধ্যে এই বই বিতরণ করা হয়।

একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর এডি জয়দীপ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা রানী সরকার, অবসর প্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক তপন চক্রবর্তী, সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীন, প্রীতি রানী পাল, রুণা বেগম ও সাংবাদিক বর্ন চক্রবর্তী। বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তারা জানায় এটি তাদের শিক্ষাজীবনে কাজে লাগবে। এই জন্য একুশে টেলিভিশনকে তারা ধন্যবাদ জানায়।

প্রধান অতিথি জয়দীপ চক্রবর্তী জানান, একুশ মানে ব্যাতিক্রম আর এই অনুষ্ঠানটিও একটি ব্যাতিক্রমী অনুষ্ঠান। জন্মদিনে বই বিতরণের চেয়ে আর বড় কোন উপহার হতে পারেনা। তিনি বলেন, এই বইটি শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে লিখেছেন লেখিকা অঞ্জনা ঘোষ। একটি বই এর দাম ৩০০ টাকা। সবার পক্ষে হয়তো বইটি কিনে পড়া সম্ভব হবে না। একুশের মৌলভীবাজার পরিবার অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এই বই বিতরণ করায় তিনি ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com