এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না-পরিবেশমন্ত্রী

October 30, 2022,

হারিস মোহাম্মদ॥ সমগ্র বিশ্বে খাদ্য সংকট চলছে। খাদ্য সংকট মোকাবিলায় এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।

খাদ্য উৎপাদন বৃদ্ধিতে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। প্রতি ইঞ্চি অব্যবহৃত ও অনাবাদি জমিতে ধান এবং সরিষা চাষ,শাকসবজি ও ফলমূল উৎপাদন করলে মানুষের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।

শুক্রবার ২৮ অক্টোবর  দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ী  উপজেলায় অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে আয়োজিত ‘কৃষক সমাবেশ-২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার রতœা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জসিম উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মাসুক মিয়া, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নুর, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন লেমন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com