‘এক সাথে ১০০ সেতু উদ্বোধনের নজির নেই, পদ্মা সেতু শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের প্রকাশ’

November 27, 2022,

হারিস মোহাম্মদ॥ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকায় ভোট দিতে হবে।  দক্ষিণ এশিয়ায়  ১০০ সেতু একসঙ্গে   উদ্বোধন হয়েছে বলে আমার মনে হয় না। পদ্মা সেতু শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের  প্রকাশ।

 প্রধানমন্ত্রী দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। মেট্রোরেল, পাতালরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার চিন্তার ফসল। তিনি আরো বলেন, ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ও দেশের উন্নতির ধারাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই।

শনিবার ২৬ নভেম্বর  বিকেলে জুড়ী উপজেলার গৌরিপুর এলাকায় নদীর তীর সংরক্ষণ প্রায় ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের দুটি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এসব কথা বলেন। এ সময় তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের যৌথ সঞ্চলনায় ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান রিমি নির্মাণ লিমিটেডের স্বত্বাধিকারী ওবায়েদুল হক সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন, জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক সোনা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদ,  যুবলীগ নেতা ফারুক মিয়া।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ২০২১-২০২২ ও ২০২৩ অর্থ বছরে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে-জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী নদীর বামতীর গৌরীপুর এলাকায় নদীর তীর সংরক্ষণ প্রকল্প’-এর আওতায় দুই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭৯ লক্ষ ৮’শ ৫৭ টাকা। কাজ দুটি পান ঠিকাদারি প্রতিষ্ঠান রিমি নির্মাণ লিমিটেড ও মেসার্স হাসান সিটি জেবি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com