(ভিডিওসহ) এগিয়ে যাচ্ছে বাংলাদেশের শিল্প, দেশেই বিমান তৈরী হবে, স্কিল ডেভলাপ করে দেশের মানব সম্পদকে কাজে লাগানো হবে– মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর মূখ্যসচিব
স্টাফ রিপোর্টার॥ শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন সংক্রান্ত এক সেমিনার ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর রোশনী মহলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ তাহমিদুল ইসলাম, জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার ফারুক আহমেদ এবং মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন।
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ৩৫২ একর জমির উপর অবস্থিত যার পূর্বে সিলেট, পশ্চিমে হবিগঞ্জ, উত্তরে সুনামগঞ্জ ও দক্ষিণে মৌলভীবাজার জেলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শিল্পের বিকেন্দ্রীকরণ ও প্রায় ৪৪ হাজার লোকের কর্মসংস্থানে অর্থনৈতিক অঞ্চলটি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৬টি শিল্প প্রতিষ্ঠানকে ২৩১ একর জমি বরাদ্দ প্রদান করা হয়েছে। উক্ত ৬টি প্রতিষ্ঠান প্রায় ১.৪ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ শীঘ্রই শিল্প স্থাপনের কাজ শুরু করবে ।
মুখ্য সচিব বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহকে দ্রুত শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরীর আহ্বান জানান। এসময় তিনি বলেন অধিগ্রহনকারীদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে এবং শিল্প এলাকায় পরিবেশের ক্ষতি সাধিত হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এগিয়েছে মৌলভীবাজারের সমশের নগর বিমানবন্দরসহ প্রত্যেকটি বিমানবন্দরকেই কাজে লাগানো হবে। ভবিষতে বাংলাদেশেই বিমান তৈরী হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের অন্যতম বিনিয়োগকারী আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডাবলগেজিং লিমিটেডের পরিচালক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন