এতিম দরিদ্র ছাত্রদের মাঝে কমলগঞ্জে মাসিক শিক্ষা বৃত্তির অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমগঞ্জে এতিম ও হত দরিদ্র ২৫ ছাত্রকে শিক্ষা বৃত্তিসহ ৯২ জনকে রমজান মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অরপান ইন একশন নামক একটি স্বেচ্ছা সেবী সংগঠনের উদ্যোগে সংগঠনের সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে শনিবার ৪ জুন বেলা ১২টায় ছলিমগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা বৃত্তির টাকা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান মিঞা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দীন ও সমাজ সেবক কামরুল হাসান চৌধুরী। সংগঠনের সভাপতি জানান, ২০১৩ সাল থেকে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে যুক্তরাজ্যে অবস্থানকারী সাহানা সুলতানা চৌধুরী এ এলাকার এতিম ও দরিদ্র ছাত্রদের শিক্ষা বৃত্তি হিসাবে মাসিক ১ হাজার টাকা করে প্রদান করছেন। সাথে সাথে এলাকার দরিদ্র ছাত্রদের পরিবারের জন্য ইফতার সামগ্রীও বিতরণ করছেন। শনিবার ২৫ জন এতিম দরিদ্র ছাত্রকে ১ হাজার করে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। ২৫জনসহ মোট ৯২ জন দরিদ্র ছাত্রের পরিবারে আগামী রমজান মাসের জন্য চাল ডাল, চিনিসহ সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন