এনাম আলীর পিতার মৃত্যুতে বাংলাদেশ কাউনিসলের শোক প্রকাশ
লন্ডন প্রতিনিধি॥ ব্রিটিশকারী এওয়ার্ডের প্রবর্তক ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র (বিবিসিসিআই)এর প্রেসিডেন্ট এনাম আলী এমবিই‘র পিতা সিলেট জিন্দাবাজারের বাসিন্দা সমাজসেবী প্রবীণ মূরব্বী আলহাজ্ব মনোহর আলী আর নেই (ইন্নালিল্ল ওয়া ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার ২রা আগষ্ট সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধ্যক্য জনিত রোগে ভোগছিলেন মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র, তিন কন্যা, নাতি-নাতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ৪ আগষ্ট শুক্রবার বাদ জুমা সিলেটে হযরত শাহ জালাল (রঃ) এর দরগা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে দরগা কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।মরহুমের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন বাংলাদেশ কাউনিসল ইন ইউরোপ বিসিই এর চেয়াম্যান আলহাজ্ব এস এম আলাউদ্দিন আহমদ, ভাইস চেয়াম্যান সৈয়দ মুস্তাফিজুর রহমান ও সংগঠনের সেক্রেটারী জেনারেল এবং বাংলা হাউজিং এর ম্যানেজিং ডাইরেক্টার আলহাজ্ব বশীর উদ্দিন। তারা মরহুমকে একজন সৎ় নিষ্ঠাবান ও দানশীল ব্যাক্তি হিসাবে উল্লেখ করেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তিকামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনুরুপ ভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বারনেট বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহজ্ব আালাউদ্দিন আহমদ, জেনারেল সেক্রেটারী মনির খান এবং মৌলভীবাজার জেলা প্রবাসী সমিতির ইউকে এর পক্ষ থেকে সংঠনের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আহমদ, সেক্রেটারী সেলিম আহমদ,জয়েন্ট সেক্রেটারী সামছসল ইসলাম রাজু।
মন্তব্য করুন