এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে এতিমখানায় মৌসুমী ফল বিতরণ

August 8, 2016,

স্টাফ রিপোর্টার॥ সেবা, সুনাগরিকত্ব, সৌহার্দ্য এই তিন মুল মন্ত্র লালন করে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর অধীনে ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজার। ৬ আগষ্ট শনিবার বিকাল ৫টায় ক্লাব প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পালের অর্থায়নে আলালপুর আলহাজ্ব আত্তর খান এতিমখানা মাদ্রাসায় মৌসুমী ফল বিতরণ কর্মসূচী সম্পন্ন করা হয়। এতিম বাচ্চাদের মধ্যে যে সমস্ত মৌসুমী ফল বিতরণ করা হয় সেগুলো হলো আম, আনারস, পেয়ারা, আমড়া, লটকন, কাঁঠাল ইত্যাদি। সেই সময় উপস্থিত ছিলেন আলালপুর আলহাজ্ব আত্তরখান এতিম খানা মাদ্রাসার শিক্ষক হাফিজ  আব্দুস সালাম, হাফিজ শিহাব উদ্দিন, ক্লাব পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়, ক্লাব প্রেসিডেন্ট ডাঃ হেমন্ত চন্দ্র পাল, ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ শাহীন আহমদ, সার্ভিস ডিরেক্টর এপেঃ সুরমান আহমদ, মে.এন্ড এ.ডি এপেঃ জুবায়ের আহমদ সুহেল, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ সুহেল আহমদ প্রমুখ। উল্লেখ্য ৩০ জুন ছিলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। কিন্তু সেই সময় রমজান মাস থাকায় স্কুল কলেজ বন্ধ ছিলো। তাই ৩১ জুলাই রবিবার সকাল ১১টায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ও কুলাউড়া ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে মাদককে না বলোসংক্রান্ত লিফলেট বিলি করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com