এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে বিভিন্ন সেবা কর্মসূচী সম্পন্ন
বিশেষ প্রতিনিধি॥ সেবা, সুনাগরিকত্ব, সৌহার্দ্য এই তিন মুল মন্ত্র লালন করে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর অধীনে ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজার। ২৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় ফাল্গুনী হোটেল ডিলাক্সে ক্লাবের অ্যাকটিভ ফ্লোর মেম্বার এপেঃ ফয়জুল হক লিটনের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। সর্বমোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে (একটি ক্রিকেট ব্যাট ও একটি ক্রিকেট বল) এই সেবা কর্মসূচী সম্পন্ন করা হয় এবং এপেক্স বাংলাদেশের ২০১৬ বর্ষের জাতীয় সভাপতি এপেঃ এড. রেজাউল ইসলাম প্রতিটি ক্লাবকে এপেক্স সপ্তাহে একটি করে সেবা কর্মসূচী সম্পন্ন করার জন্য আহবান করেন। উল্লে¬খ্য ২০১৬ বর্ষে এপেক্স সপ্তাহ উদযাপিত হয়েছে। সে জন্য এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এপেক্স সপ্তাহ উপলক্ষে ২২ আগষ্ট একটি সেবা কর্মসূচী সম্পন্ন করে। কর্মসূচীটি হলো জুড়ি টি এন খানম ডিগ্রি কলেজের একজন দুস্থ মেধাবী শিক্ষার্থীকে এইচ.এস.সি শিক্ষাবর্ষের পুরো এক সেট বই বিতরণ করা হয়। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়ের অর্থায়নে কর্মসূচীটি সম্পন্ন হয়। উল্লে¬খ্য আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ৯ আগষ্ট এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ানবৃন্দরা বিভিন্ন আদিবাসী পুঞ্জিতে গিয়ে আদিবাসী মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও ২০ আগষ্ট শনিবার এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর আইপিডিজি-৪ এপেঃ আহমদ জাকারিয়া ও এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অ্যাকটিভ ফ্লোর মেম্বার এপেঃ আলতাফ হোসেন সুমেলের বৌ-ভাত অনুষ্ঠান সম্পন্ন হয় যথাক্রমে সিলেট ও কুলাউড়ায়। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ানবৃন্দরা দুই ভাগে বিভক্ত হয়ে দুটি অনুষ্ঠানেই অংশগ্রহণ করেন। এইসব বিভিন্ন আয়োজনে যারা অংশগ্রহণ করেন তারা হলেন এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, ক্লাব পিপিবৃন্দ এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী, এপেঃ তোফায়েল আহমদ ডালিম, এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ আব্দুস সহিদ বাবুল, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৬ বর্ষের ক্লাব প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ শাহীন আহমদ, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ শফিউল আলম সৌরভ, মে.এন্ড এ.ডি এপেঃ জুবায়ের আহমদ সুহেল, পা.স্পি. এন্ড ডি.ডি. এপেঃ জাহাঙ্গীর আলম, ফে.এন্ড পা.রি. ডি এপেঃ মিঠুন চক্রবতী, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ সুহেল আহমদ ও অ্যাকটিভ ফ্লোর মেম্বার এপেঃ আয়েশা আক্তার, এপেঃ আব্দুল বাছিত, এপেঃ আজিজুর রহমান, এপেঃ আবু মুসা খান, এপেঃ আব্দুল জলিল, এপেঃ আব্দুল মোহিত, এপেঃ মুশফিকুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন