এপেক্স মৌলভীবাজারের উদ্যোগে এতিমখানায় তৈজষপত্র বিতরণ

October 17, 2016,

কুলাউড়া অফিস : এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর অধীনে ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে সম্প্রতি স্থানীয় হাজী আত্তর খান হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় (এতিমদের জন্য) নিত্য ব্যবহার্য তৈজষপত্র  বিতরণ করা হয়। ক্লাব আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ শাহীন আহমদ এর পৃষ্ঠপোষকতায় উক্ত কর্মসূচীটি সম্পন্ন হয়। উক্ত সময়ে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ক্লাব পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়, ক্লাব পিপি এপেঃ আব্দুস সহিদ বাবুল, ক্লাব প্রেসিডেন্ট ডাঃ হেমন্ত চন্দ্র পাল, ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ, জু.ভা.প্রে. এপেঃ স্বপন কুমার দাস, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ শাহীন আহমদ, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ শফিউল আলম সৌরভ, সার্ভিস ডিরেক্টর এপেঃ সুরমান আহমদ, মে.এন্ড এ.ডি এপেঃ মোঃ জুবায়ের আহমদ সুহেল, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ সুহেল আহমদ, অ্যাকটিভ ফ্লোর মেম্বার  এপেঃ মোঃ আব্দুল বাছিত, এপেঃ এম.এ জলিল প্রমুখ। এছাড়াও গত ১০ অক্টোবর সোমবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একটি সুনাগরিকত্ব কর্মসূচী সম্পন্ন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পালের পৃষ্ঠপোষকতায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত (শিশু কিশোরদের অংশগ্রহণে) নাচ-গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com