এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবিতে মানববন্ধন

September 26, 2024,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল উপজেলায় এমপিও ভুক্ত মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণ পূর্ব পর্যন্ত শিক্ষা-প্রশাসনের বিভিন্ন পদে শিক্ষকদের নিয়োগ প্রদান বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা কমিশন গঠনের দাবিতে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ইং, দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সামনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: সামছুল আলম এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শ্রীমঙ্গল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু তালেব এর হাতে স্মারকলিপি তুলে দেন প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানোর জন্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com