এসএসসি ও জেএসসি’তে সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বালিকা উচ্চ বিদ্যালয় ২০১৫ সালের এসএসসি ও জেএসসি পরিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে সর্বোচ্চ বৃত্তি প্রাপ্ত প্রতিষ্টান হিসেবে উপজেলার প্রথম হয়েছে। এসএসসি’তে ১৫জন শিক্ষার্থী ও জেএসসি’তে ২৭জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে সেরা হয়েছে উক্ত শিক্ষা প্রতিষ্টানটি।
১৬ মে সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তি প্রাপ্ত উৎফুল্ল শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মিলিত হয়ে মিষ্টি বিতরণ করেন। এসএসসিতে বৃত্তি প্রাপ্তরা হলো ঃ ট্যালেন্টপুলে একমাত্র বৃত্তি প্রাপ্ত পূরবী দাস। সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী নিশাত সালসাবিল রব, মণিষা দেব, সাদিয়া সালসাবিল, ফারিহা হোসেন চৌধুরী, কান্তা দে তিথি, খন্দকার সানজিদা জান্নাত, সাদিকা জান্নাত রিচি, সংঘা মিত্রা ভট্টাচার্য্য, হাফসা রহমান, শ্রাবনী ধর, সানজিদা আক্তার শোভা, গুলশান আরা ফেরদৌসী, নাজবিন নাহার জেসি ও সাদিয়া আহমদ।
জেএসসিতে বৃত্তি প্রাপ্তরা হলো ঃ ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী আনতারা সাবিহা চৌধুরী, হিৃদী দে, সুমাইয়া আক্তার, সিরাজুম মুনিরা মাইশা, ইফফাত জাহান প্রমি, মাশকুরা জামান। সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী তাসনিম আহমেদ মীম, সাদিয়া ইসলাম মীম, হুমায়রা হোসেন, শেখ খাদিজাতুল কুবরা বিনতে মুহিব, আয়শা জাহান ইশিতা, তিথি আচার্য, সাফা খন্দকার, সূচনা বণিক, সানজিদা নাজনিন জাহান তুর্না, তানজিনা আক্তার, আয়শা সিদ্দিকা চৌধুরী মিহা, মাছুমা তাবুসসুম, মাহিমা আক্তার, তাহসিনা কাইয়ুম রাওহা, তাফহিমা জান্নাত, বুশরা বিনতে আহমদ, জান্নাত তারান্নুম খান, ফাহমিদা আক্তার রীমা, হাবিবা আক্তার শূচী, ফারদিনা ইসলাম ও ফারিহা জাহান ঝুমা।
কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি একেএম সফি আহমদ সলমান বলেন, যে ফলাফল অর্জন করেছি এতে আমরা আনন্দিত। শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা, পরিচালনা কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকদের নিবির পর্যবেক্ষন ও কঠোর পরিশ্রমের ফলে এরকম ফলাফল অর্জিত হয়েছে। আগামী দিনে এর ধারাবাহিকতা রাখতে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে।
প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই ফলাফল অর্জন করেছি, আমরা এ ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
মন্তব্য করুন