এসএসসি ফলাফল কমলগঞ্জে ১৫১ জন জিপিএ-৫ পেয়েছে : পাসের হার ৭৮.২৪ ভাগ

May 4, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন। এ উপজেলায় ৪টি কেন্দ্রে মোট ৩ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬১৯ জন। পাসের হার শতকরা ৭৮.২৪ ভাগ। কমলগঞ্জ উপজেলার মোট ৪টি কেন্দ্রের মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৫২ জন, তেঁতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১০জন, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, এ, এ, টি, এম উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭জন, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে ৪জন, মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে ১জন, পতনঊষার উচ্চ বিদ্যালয় থেকে ১০জন ও শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে।
কমলগঞ্জ উপজেলায় শতভাগ পাস করেছে ৩টি বিদ্যালয়। বিদ্যালয়গুলো হচ্ছে-শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলার একমাত্র কেন্দ্র সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে চলতি বছরের দাখিল পরীক্ষায় মোট ৩৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭৮ জন। পাসের হার ৭২.২০ ভাগ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com