এস এম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র পেলো ১৫০জন উপকারভোগী
December 31, 2024,
স্টাফ রিপোর্টার: এস এম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপকারভোগী সদস্যদের মাঝে (২য় পর্যায়ে) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৩১ ডিসেম্বর শহরের চৌমুহনায় আখিঁ প্লাজাস্থ অস্থায়ী কার্যালয়ে সকালে উপকারভোগী সদস্যদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন’র সভাপতিত্বে ও হিসাব রক্ষক শিল্পী দেব’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এফ আই আর ডি বি, নির্বাহী পরিচালক ইয়াহিয়া বিলাল।
এস এম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা আক্তার, মাঠ কর্মসূচী সংগঠক সুমি রানী শীল, অনিতা রাণী দেব নাথ, নন্দিতা রানী শীল, রুপালী রানী দাশ ও মিনতী রানী শীল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ২য় পর্যায়ে উপকারভোগী প্রায় ১৫০ জন সদস্যকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন